Local News: আদালতের কালো কোটের আড়ালে লুকিয়ে বিস্ময় প্রতিভা!
- Reported by:SOUVIK ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
হাজারো ব্যস্ততার মাঝে নিজের স্বপ্নকে পূরণ করবার অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন সুরজিৎবাবু। সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা নিজের কাজ করবার পরেও ভালোবাসার পেছনে সময় দিচ্ছেন এই আইনজীবী
বীরভূম: কর্মব্যস্তময় জীবন সকলের। নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে। কেউ সরকারি কর্মচারি, কেউ বেসরকারি সমস্যায় চাকরি করেন অথবা কেউ দিন আনি দিন খাই-এর মত ব্যাপার। আবার কেউবা আদালতে পেশাগত আইনজীবী। সকাল থেকে রাত্রি অবধি বিভিন্ন কেস নিয়ে নিজেদের ব্যস্ত রাখেন আইনজীবীরা। তবে পেশায় আইনজীবী হলেও নিজের কর্মব্যস্তময় জীবনের মাঝেও তাঁর যে প্রতিভা তা আর পাঁচজন দেখলে কপালে হাত দেবেন।
পেশায় আইনজীবী বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সুরজিৎ সিনহা। সকাল থেকে রাত্রি পর্যন্ত আইন সংক্রান্ত বিভিন্ন বই নিয়ে তাঁর দিন কেটে যায়। এছাড়াও আদালতে মামলা লড়তে হয়। তবে এত ব্যস্ততার মাঝেও তাঁর ছোটবেলার ভালোবাসা এবং প্রতিভার কথা জানলে চোখ কপালে উঠবে। ছোট থেকে ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল সুরজিতের।
advertisement
advertisement
ছবি আঁকার বিষয়ে বরাবর প্রশ্রয় পেয়ে এসেছিলেন মায়ের। তবে এক জীবনে চাইলেই কি সবকিছু পেয়ে ওঠা সম্ভব! হয়ত নয়, আর তাই আজ প্রতিষ্ঠিত আইনজীবী হওয়া সত্ত্বেও তাঁর ছোটবেলার ছবি আঁকার প্রতি যে ঝোঁক সেই ঝোঁককে পূরণ করতে পারেননি তিনি। তবে হাজারো ব্যস্ততার মাঝে নিজের স্বপ্নকে পূরণ করবার অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন সুরজিৎবাবু। সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা নিজের কাজ করবার পরেও ভালোবাসার পেছনে সময় দিচ্ছেন এই আইনজীবী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বীরভূমের রামপুরহাটের কামারপট্টি মোড় থেকে কিছুটা দূরেই বাড়ি আইনজীবী সুরজিৎ সিনহার।ছবি আঁকার পাশাপাশি তিনি তাঁর বাড়িতে বিভিন্ন সিমেন্ট, পাথর, বালি দিয়ে বিভিন্ন কারুকার্যময় মূর্তি তৈরি করেছেন। এক কথায় বাড়ির রূপসজ্জা নিজের হাতেই করছেন তিনি। তাঁর এই প্রতিভা দেখে বাহবা জানাচ্ছেন স্থানীয়রা থেকে শুরু করে শিল্পপ্রেমী মানুষজন সকলে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 14, 2024 4:20 PM IST








