Local News: অপেক্ষার অবসান, নুরপুরে চালু হল ভাসমান জেটি ঘাট
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
নুরপুরে পাকাপাকি কোনও জেটিঘাট ছিল না। লঞ্চ পাড়ে ভিড়লে কাঠের পাটাতন পেতে ওঠানামা করতে হত
দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ প্রতীক্ষার অবসান হল নুরপুরে। স্থায়ী ভাসমান জেটি খুলে গেল যাত্রীদের জন্য। ফলে খুশি সকলেই। সরু কাঠের পাটাতনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে লঞ্চে উঠতেন যাত্রীরা, এই খবর দেখিয়েছিলাম আমরা। ছিল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। অবশেষে মিলল স্বস্তি।
স্থানীয়রা দাবি করছিলেন, ডায়মন্ডহারবার-২ ব্লকের নুরপুরে ভাসমান জেটি তৈরি করতে হবে। তাঁদের সেই দাবি মেনে জেটি তৈরির কাজ শেষ হয়েছে। সূত্রের খবর, ডায়মন্ডহারবার-২ ব্লকের নুরপুর জেটিঘাট থেকে হাওড়া জেলার গাদিয়ারা ও পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালিতে লঞ্চ চলাচল করে। বহু বছর ধরে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলার বাসিন্দারা নিয়মিত এই নদী দিয়ে যাতায়াত করেন। কিন্তু নুরপুরে পাকাপাকি কোনও জেটিঘাট ছিল না। লঞ্চ পাড়ে ভিড়লে কাঠের পাটাতন পেতে ওঠানামা করতে হত।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নতুন জেটি তৈরি নিয়ে নুরপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন মোল্লা জানিয়েছেন, এই জেটি নির্মাণের জন্য আমরা স্থানীয় ডায়মন্ডহারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদকে জানিয়েছিলাম। তাঁর মারফত প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই জেটিঘাট তৈরি হয়েছে। ফলে খুশি সকলেই।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 8:02 PM IST