Local News: অপেক্ষার অবসান, নুরপুরে চালু হল ভাসমান জেটি ঘাট

Last Updated:

নুরপুরে পাকাপাকি কোন‌ও জেটিঘাট ছিল না। লঞ্চ পাড়ে ভিড়লে কাঠের পাটাতন পেতে ওঠানামা করতে হত

নুরপুর ফেরীঘাট
নুরপুর ফেরীঘাট
দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ প্রতীক্ষার অবসান হল নুরপুরে। স্থায়ী ভাসমান জেটি খুলে গেল‌‌ যাত্রীদের জন্য। ফলে খুশি সকলেই। সরু কাঠের পাটাতনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে লঞ্চে উঠতেন যাত্রীরা, এই খবর দেখিয়েছিলাম আমরা। ছিল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। অবশেষে মিলল স্বস্তি।
স্থানীয়রা দাবি করছিলেন, ডায়মন্ডহারবার-২ ব্লকের নুরপুরে ভাসমান জেটি তৈরি করতে হবে। তাঁদের সেই দাবি মেনে জেটি তৈরির কাজ শেষ হয়েছে। সূত্রের খবর, ডায়মন্ডহারবার-২ ব্লকের নুরপুর জেটিঘাট থেকে হাওড়া জেলার গাদিয়ারা ও পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালিতে লঞ্চ চলাচল করে। বহু বছর ধরে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলার বাসিন্দারা নিয়মিত এই নদী দিয়ে যাতায়াত করেন। কিন্তু নুরপুরে পাকাপাকি কোন‌ও জেটিঘাট ছিল না। লঞ্চ পাড়ে ভিড়লে কাঠের পাটাতন পেতে ওঠানামা করতে হত।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নতুন জেটি তৈরি নিয়ে নুরপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন মোল্লা জানিয়েছেন, এই জেটি নির্মাণের জন্য আমরা স্থানীয় ডায়মন্ডহারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদকে জানিয়েছিলাম। তাঁর মারফত প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই জেটিঘাট তৈরি হয়েছে। ফলে খুশি সকলেই।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: অপেক্ষার অবসান, নুরপুরে চালু হল ভাসমান জেটি ঘাট
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement