#বারাসত: আমফানের পর সারা রাজ্যের কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। রাজ্য প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এত দীর্ঘ সময় অন্ধকারে থেকে এলাকার মানুষ বারবার অধৈর্য হয়ে পড়ছেন। বিদ্যুতের দাবিতে চলছে রাস্তা অবরোধ। কোথাও কোথাও স্থানীয় বিদ্যুৎকর্মীদের তুলে দেওয়া হয়েছে হাই ভোল্টেজ লাইনে। কেউ খেয়ালই করছেন না, এর ফলে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
তেমনই এক ঘটনা ঘটেছে বারাসত নবপল্লীর পিজি বাগান এলাকায়। বিদ্যুৎ সংযোগ নেই বলে স্থানীয় এক বিদ্যুৎকর্মী কোনওরকম নিরাপত্তা ছাড়াই এদিন লাইটপোস্টে উঠে পড়েন লাইন ঠিক করতে। বেলা এগারোটা নাগাদ সেই লাইট পোস্টে কাজ করতে উঠেছিলেন অমল দাস নামে ওই কর্মী। তখনই হঠাৎ হাত ফসকে ছিটকে পড়েন তিনি। মাটিতে পড়ার পর গুরুতর ভাবে আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অনেকেই বলছেন, যথেষ্ট নিরাপত্তা ছিল না ওই বিদ্যুৎকর্মীর। লাইটপোস্টে উঠে তাঁর কাজ করাই উচিত হয়নি। কার কথায়, কিসের ভিত্তিতে এই ভাবে লাইট পোস্টে উঠে তিনি কাজ করছিলেন? তা এখনও জানা যায়নি। পুলিশ আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
রাজর্ষি রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphun, Kolkata, Southbengalnews