Liquor Sale: এত টাকার মদ বিক্রি! কালীপুজোয় রেকর্ড বাংলার এক জেলার, নামটা শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Liquor Sale : কালীপুজোয় রীতিমত মদে বুঁদ পূর্ব মেদিনীপুর। একদিন এই রাজ্য সরকারের ঘরে ঢুকল কোটি কোটি টাকার রাজস্ব। তবে বিদেশী মদকে রীতিমতো টেক্কা দিল দেশী মদ!
তমলুক, পূর্ব মেদিনীপুর: পুজো কিংবা যে কোনও উৎসবের পর মদ বিক্রিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে জোর চর্চা শুরু হয়। আর এই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে মদ বিক্রির হিসেব। মদ বিক্রিতে পূর্ব মেদিনীপুর জেলা বারবার নিজের করা রেকর্ডই ভেঙে ফেলছে। সেই একই চিত্র ধরা পড়ল কালীপুজোতেও।
দুর্গাপুজোয় এবার ষষ্ঠী থেকে দশমীতে প্রায় ৩৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। সেখানে কালীপুজোর একদিনেই মদ বিক্রির পরিমাণ জানলে রীতিমতো চোখ কপালে উঠবে! কালীপুজোর দিনই প্রায় ৮ কোটি টাকার মদ বিক্রি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
কালীপুজোর দিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে কাঁথি, হলদিয়া থেকে দিঘা, মন্দারমনি থেকে কোলাঘাট, মিলিয়ে সর্বত্র ২৮৮টি দোকান খোলা ছিল। আর সেখান থেকেই এত পরিমাণ মদ বিক্রি হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- ছেলেমেয়ের মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না? এখানে গিয়ে দেখুন কত বড় সর্বনাশ হচ্ছে
কালীপুজোর রাতে পূর্ব মেদিনীপুর জেলায় দেশি মদ বিক্রির পরিমাণ প্রায় ৭৪,৫৩৭ ব্যারেল লিটার। বিদেশি মদ বিক্রির পরিমাণ ৫০,৯০১ ব্যারেল লিটার। এছাড়া কালীপুজোর দিন বিয়ার বিক্রির পরিমাণ প্রায় ৪৯,o১১ ব্যারেল লিটার। সব মিলিয়ে কালীপুজোর দিন মদ বিক্রি হয়েছে, প্রায় ৭ কোটি ৭৭ লক্ষ ৯১ হাজার ৮৪ টাকার টাকা।
advertisement
এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার আবগারি আধিকারিক মণীশ শর্মা জানিয়েছেন, ” পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে কালীপুজোর দিন ২৮৮ টি মদ দোকান খোলা ছিল। এখানে সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার মদ কেনাবেচা হয়েছে। চলতি অক্টোবর মাসের ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় ১০৪ কোটি ৪ লক্ষ ৭২ হাজার ৭০৯ টাকার মদ বিক্রি হয়েছে। কালীপুজোর আবহে এই মদ বিক্রির পরিমাণ আরও বাড়বে। চলতি অর্থবছরে ১৮০০ কোটি টাকার মদ বিক্রির লক্ষ্য মাত্রা রাখা হয়েছে জেলাজুড়ে।”
advertisement
আবগারি দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা যয় পূর্ব মেদিনীপুর জেলায় অর্থবছরে বছরে এ পর্যন্ত ১০০০ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। প্রসঙ্গত প্রতি উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলা মদ বিক্রিতে রাজ্যের প্রথম সারিতে। কালীপুজোতেও সেই ট্রেন্ড বজায় রইল। বিভিন্ন উৎসব আবহে দেখা যায় দেশি মদের বিক্রি অনেকটাই বেশি, তবে কালীপুজোর আনন্দ উচ্ছ্বাসে দেশী মদ রীতিমতো টেক্কা দিল বিদেশী মদকে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 5:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Liquor Sale: এত টাকার মদ বিক্রি! কালীপুজোয় রেকর্ড বাংলার এক জেলার, নামটা শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন