মা তারার পুজোয় লক্ষ্মীলাভ! কৌশিকী অমাবস্যায় তারাপীঠে রেকর্ড মদ বিক্রি, মাত্র ৩ দিনের ব্যবসা শুনলে চমকে যাবেন

Last Updated:

কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে এসে কেউ ভক্তিরসে ভাসল। কেউ সোমরসে ডুবল। রথ দেখা সঙ্গে কলা বেচা দু'য়েই মত্ত হয়ে পড়েন ভক্তেরা।

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে রেকর্ড মদ বিক্রি
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে রেকর্ড মদ বিক্রি
তারাপীঠ, বীরভূম, অক্ষয় ধীবর: কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কত টাকার মদ বিক্রি হল জানেন? শুনলে আঁতকে উঠবেন আপনি! কৌশিকী অমাবস‍্যায় উপলক্ষ্যে তারাপীঠে অতিরিক্ত মদ বিক্রি হয়েছে প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকার। মোট মদ বিক্রি ৪ কোটি ৪৪ লক্ষ টাকার! তন্ত্রপীঠ হিসাবেই বিখ‍্যাত তারাপীঠ। সিদ্ধিলাভের আশায় কৌশিকী অমাবস‍্যায় ভক্তদের মতোই ভিড় করেন রাজ্য তথা ভিনরাজ‍্যের সাধকরাও। তবে এবছর মদ বিক্রিতে কিছুটা বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি, ATM কাউন্টারগুলিতে টাকা না থাকা ও সাইবার প্রতারনার কারণে UPI পেমেন্ট নেওয়া বন্ধ করেছে বেশিরভাগ ব্যবসায়ীরা। তাই কিছুটা বিক্রি কম হয়েছে।
আরও পড়ুনঃ নেশা মুক্তির দাওয়াই এবার ক্যামেরা! ‘সেফ জোনে’ চব্বিশ ঘণ্টা নজরদারি চালাবে সিসিটিভি, বিরাট সিদ্ধান্ত ‘এই’ পুরসভায়
কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্ট তিন দিনে মদ বিক্রি প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকার। আবগারি সূত্রে জানা যায়, তারাপীঠ সার্কেল এলাকায় মোট ২৫টি মদের দোকান। সেই দোকানগুলিতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই বছর প্রায় ৪ কোটি ৪৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। এছাড়া রামপুরহাট সার্কেলের মধ্যে রামপুরহাট শহর লাগুয়া এলাকায় বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি টাকার বেশি মদ। তবে গোটা বীরভূম জেলার হিসাব ধরতে গেলে সেই অঙ্কটা আরও অনেক বেশি।
advertisement
আরও পড়ুনঃ নিম্নচাপের সঙ্গে অমাবস্যার জোড়া ফলা! ঢেউয়ের দাপটে কপিলমুনি আশ্রমের সমুদ্রতট ভেঙেচুরে একাকার! কী পরিস্থিতি গঙ্গাসাগরে?
কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে এসে কেউ ভক্তিরসে ভাসল। কেউ সোমরসে ডুবল। রথ দেখা-কলা বেচা দু’য়েই মত্ত হয়ে পড়েন ভক্তেরা। বেহুঁশ হয়ে অনেকে রাস্তাতেও পড়ে থাকলেন। কেউ আবার রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করেছেন। কৌশিকী অমাবস‍্যায় তারাপীঠে রেকর্ড গড়ল মদ বিক্রি। বেআইনিভাবে মদ বিক্রি রুখতে এবার কড়া নজরদারি চালিয়েছে প্রশাসন। তারপরও রাতভর চলেছে মদ বিক্রি। আবগারি দফতর থেকে নিয়ম করে দেওয়া হয়েছিল বেআইনিভাবে মদ বিক্রি করতে দেওয়া যাবে না। শান্তি-শৃঙ্খলা মেনে আইনি পথে মদ বিক্রি করতে হবে দোকানদারদের । সেই মত ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে মদ কিনতে হল ক্রেতাদের। মা তারার পুজোয় লক্ষ্মীলাভ হল বিক্রেতাদেরও।
advertisement
advertisement
পড়শি রাজ‍্য বিহারে মদ নিষিদ্ধ। সুরার টানে তারাপীঠে ভিড় করেন ভিনরাজ‍্যের বাসিন্দারাও। তবে এই উল্লাসে আপত্তি রয়েছে ভক্তদের একাংশের। তারাপীঠে আসা ভক্তদের মধ্যে একাংশের দাবি, অতিরিক্ত মদ বিক্রির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনেক সময়। প্রশাসনের দেখা উচিত, মাকে যদি ডাকতে হয় মদ না খেয়েই মাকে ভক্তি করা উচিত, পুরুষ বা মহিলা যারাই মদের সাহায্য নিয়ে মাকে ডাকছেন তারা ঠিক করছেন না, মদ না খেয়ে মাকে ডাকলে বেশি খুশি হতেন মা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মা তারার পুজোয় লক্ষ্মীলাভ! কৌশিকী অমাবস্যায় তারাপীঠে রেকর্ড মদ বিক্রি, মাত্র ৩ দিনের ব্যবসা শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement