‘ব্র্যান্ড বঙ্গালি’র সূচনা, মেয়েদের স্বনির্ভর করতে রাজ্যের নতুন উদ্যোগ
Last Updated:
একসময় পিছিয়ে থাকা, অসহায় মেয়েগুলিই আজ সামনের সারিতে।
#লিলুয়া, হাওড়া: একসময় পিছিয়ে থাকা, অসহায় মেয়েগুলিই আজ সামনের সারিতে। রাজ্যের নারী ও সমাজকল্যাণ দফতরের উদ্যোগে হাওড়ার লিলুয়া হোমের আবাসিকরা স্বনির্ভরের পথে। বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের আন্তরিক চেষ্টায় অবহেলিত মেয়েরাই তৈরি করেছে পোশাক, গয়না। বঙ্গালি ব্র্যান্ডের এইসব পণ্য এবার বিশ্ব বাংলার স্টোর সহ বিভিন্ন জায়গায় মিলবে।
নিজেদের পায়ে দাঁড়িয়ে সমাজে প্রতিষ্ঠা পাওয়ার মরিয়া চেষ্টায় লিলুয়া হোমের আবাসিকরা। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরই তাদের বাঁচার পথ বাতলেছে। ইউনেস্কো-সহ বিশ্বের নানাপ্রান্তে কাজ করা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিয়োগ করা হয়। তাঁরই অদম্য চেষ্টায় হোমের মেয়েদের সামনে আজ নতুন দিগন্ত। নিজেদের হাতে তৈরি পোশাক, গয়না পরে র্যাম্প মাতাল তারা। কঠিন চ্যালেঞ্জ উতরোতে পারায় খুশি বিবি রাসেলও।
advertisement
বঙ্গালি নামে নয়া এই ব্র্যান্ডের মার্কেটিংয়ের ব্যবস্থাও করছে রাজ্য। বিশ্ব বাংলার স্টোর সহ বিভিন্ন মেলা, বিশেষ বিশেষ জায়গায় মিলবে আবাসিকদের তৈরি এইসব পণ্য। বুধবার আলিপুরের উত্তীর্ণ সভাঘরে ব্র্যান্ড বঙ্গালির সূচনা হল। অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, সুদেষ্ণা রায়, বিদিপ্তা চক্রবর্তীসহ অনেকে। প্রত্যেকেই আশাবাদী, বঙ্গালিই বাঁচার রসদ জোগাবে মেয়েদের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2018 10:34 AM IST