South 24 Parganas News: সাগরে আবারও বাজ পড়ে মৃত্যু, সতর্ক প্রশাসন
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
রায়দিঘির পর সাগরে আবারও বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। ওই মহিলার নাম মনি কর। এই নিয়ে জেলায় পরপর বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটায় সতর্ক প্রশাসন।<br>
দক্ষিণ ২৪ পরগনা: রায়দিঘির পর সাগরে আবারও বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। ওই মহিলার নাম মনি কর। এই নিয়ে জেলায় পরপর বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটায় সতর্ক প্রশাসন।
প্রায় প্রতিদিন জেলায় হঠাৎ হঠাৎ ঝড়-বৃষ্টি হচ্ছে। বাজ পড়ার মত ঘটনা ঘটেছে। এ নিয়ে সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝড়-বৃষ্টি শুরু হলে ফাঁকা জায়গায় থাকা যাবেনা। কোনোও গাছের নীচেও দাঁড়ানো যাবেনা।
advertisement
advertisement
সাগরদ্বীপের ধবলাটের লালপুরের ঘটনায় প্রথমে হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় জমিতে বেঁধে রাখা গৃহপালিত পশু গরু আনতে যায় ওই মহিলা। গরু তুলে আনার সময় আচমকাই বজ্রপাত ঘটে এবং সেই বজ্রপাতের ফলে গরু এবং ওই মহিলা জ্ঞান হারায়।
পরে সাগর গ্রামীণ হসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসারত ডাক্তাররা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে প্রায় প্রতিদিন ঝড়বৃষ্টি হওয়ায় সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
advertisement
ঝড় বৃষ্টি শুরু হলেই কোনোও ছাউনি যুক্ত ঘরের নীচে আশ্রয় নিতে বলা হয়েছে। না হলে বিপদ বাড়বে দিনের পর দিন।সকলে সচেতন হলেই তবে ঝড়বৃষ্টির সময় মৃত্যুর হার কমিয়ে নিয়ে যাওয়া যাবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 19, 2025 2:28 PM IST









