কাটোয়ায় লেনিনের মূর্তি ভাঙার চেষ্টা, লেপে দেওয়া হল লাল রঙ!
Last Updated:
#কাটোয়া: লেনিনের মূর্তিতে লাল রঙ লেপে দিল দুষ্কৃতীরা৷ মূর্তি ভাঙার চেষ্টাও করা হয়। কাটোয়া শহরের লেনিন সরণি মোড়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে পথচলতি মানুষ ঘটনাটি প্রথম দেখতে পায়। সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।
কাটোয়ার সিপিএম নেতৃত্বের অভিযোগ এলাকাকে অশান্ত করার জন্য বামবিরোধী শক্তি এই কাজ করেছে। বামবিরোধী শক্তির বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানাবে বলে জানান কাটোয়ার সিপিএমের প্রাক্তন বিধায়ক অঞ্জন চট্টোপাধ্যায়।
এদিকে স্থানীয় তৃণমূলের পৌরসদস্য সঞ্জীব মুখোপাধ্যায় এই ঘটনায় নাম না করে বিজেপির দিকেই আঙুল তুলে ধিক্কার জানান। ১৯৮২ সালে কাটোয়া পুরসভা লানিনের মূর্তি প্রতিষ্ঠা করেছিল। ২০১৯ সালের শুরুতেই পুরসভা এই মূর্তিটিকে সংস্কার করে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2019 8:26 PM IST