আজ রাতেই কলকাতায় ফিরছে প্রিয়রঞ্জনের মরদেহ, কাল রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রায়গঞ্জে

Last Updated:

প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি। দিল্লির অ্যাপোলো হাসপাতালে সোমবার বেলা ১২টা ১০ নাগাদ মৃত্যু হয় কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর।

#নয়াদিল্লি: প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি। দিল্লির অ্যাপোলো হাসপাতালে সোমবার বেলা ১২টা ১০ নাগাদ মৃত্যু হয় কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। ২০০৮-এর অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন প্রিয়রঞ্জন। ২০০৮ সালে মহানবমীর রাতে অসুস্থ হয়ে পড়েন দেশের তৎকালীন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। তাঁকে ভর্তি করা হয় নয়াদিল্লির এইমস হাসপাতালে। কিন্তু আর সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।
পরে তাঁকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলোয়। অসুস্থ হওয়ার পর থেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি প্রিয়রঞ্জন দাশমুন্সি। প্রথম থেকেই কোমায় ছিলেন। গত দশদিন অসুস্থ হয়ে পড়ায় আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে।
দিল্লিতে কংগ্রেস অফিসে শেষশ্রদ্ধা জানানো হবে প্রিয়রঞ্জন দাশমুন্সিকে। আজ অর্ধদিবস ছুটি ঘোষণা সরকারের।তাঁর স্মরণে আগামিকাল বিধানসভা অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে কালিয়াগঞ্জে।
advertisement
advertisement
আজ রাতেই মরদেহ আনা হবে কলকাতায়
রাত ৮.৪৫-এর বিমানে দিল্লি থেকে বিমানে আনা হবে মরদেহ
রাতে পিস হেভেনে রাখা থাকবে মরদেহ
সকাল ৮.৩০-৯.৩০ পর্যন্ত থাকবে মরদেহ রানি ভবানী রোডের বাড়িতেও নিয়ে যাওয়া হবে দেহ
এরপর মরদেহ পৌঁছবে রেসকোর্সে
রেসকোর্স থেকে হেলিকপ্টারে রায়গঞ্জের দিকে রওনা
রায়গঞ্জ থেকে মরদেহ যাবে কালিয়াগঞ্জে
মিছিল করে নিয়ে যাওয়া হবে প্রিয়রঞ্জনের মরদেহ
advertisement
কালিয়াগঞ্জ থেকে ফের রায়গঞ্জে আনা হবে মরদেহ
রায়গঞ্জ বন্দর শ্মশানে  রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজ রাতেই কলকাতায় ফিরছে প্রিয়রঞ্জনের মরদেহ, কাল রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রায়গঞ্জে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement