শুরু হয়ে গেল ‘ল্যান্ডফল’, ৪ ঘণ্টা ধরে চলবে এই প্রক্রিয়া, ব্যাপক ঝড়বৃষ্টি শুরু উপকূলে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
পূর্বাভাস মতই ঠিক দুপুর আড়াইটে নাগাদ উপকূলে আছড়ে পড়ল আমফান । এই প্রক্রিয়া চলবে ৪ ঘণ্টা ধরে ।
#কলকাতা: ঘনিয়ে এল সেই সময় । শুরু হয়ে গেল সুপার সাইক্লোন আমফানের ল্যান্ডফল । পূর্বাভাস মতই ঠিক দুপুর আড়াইটে নাগাদ উপকূলে আছড়ে পড়ল আমফান । এই প্রক্রিয়া চলবে ৪ ঘণ্টা ধরে । আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের মেঘের দেওয়াল পশ্চিবঙ্গের দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছে । দূরন্ত গতিতে স্থলভাগের ভিতরে প্রবেশ করছে সে ।
১৭-২০ কিমি গতিবেগে সরছে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র । আছড়ে পড়ার সময় ঝড়ের গতি ১৮০ কিমি । তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, স্থলভাগে ঢুকলে উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের গতি হবে ১৬০ কিমি । অন্যদিকে, ঠিক বিকেল ৪টের সময় থেকেই জোয়ার শুরু হওয়ার কথা সাগরে । রাত পৌনে ন’টায় জোয়ারের ঢেউ সবচেয়ে বেশি উঠবে । যদি একবার জোয়ারের সঙ্গে আমফানের মেলবন্ধন ঘটে তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর । বিকেল সাড়ে ৫টা নাগাদ দক্ষিণ ২৪ পরগণার কেওড়াখালিতে ঢোকার কথা আমফানের । এই মুহূর্তে দিঘা থেকে আর মাত্র ৬৫ কিমি দূরে রয়েছে আমফান । সাগর থেকে ৩৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় । এখন কলকাতায় ঝড়ের গতি ৭০ কিমি/ঘণ্টা ।
advertisement
Update of AMPHAN- Landfall process of cyclone started Cyclone wall cloud is already on land. Pray for safety of people @Indiametdept @moesgoi pic.twitter.com/dJ3cOzzEzU
— Madhavan Rajeevan (@rajeevan61) May 20, 2020
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2020 3:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শুরু হয়ে গেল ‘ল্যান্ডফল’, ৪ ঘণ্টা ধরে চলবে এই প্রক্রিয়া, ব্যাপক ঝড়বৃষ্টি শুরু উপকূলে