Jhargram News : শপথ গ্রহণের জন্য অনুষ্ঠিত হয় ল্যাম্প লাইটিং সেরিমনি, কিন্তু কাদের জন্য?

Last Updated:

ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর মত সেবিকা হয়ে ওঠার জন্য এবং তাকে আদর্শ হিসেবে মেনে চলার জন্য প্রতিটি নার্সিং ট্রেনিং স্কুলে বা কলেজের ছাত্রীদের শপথ গ্রহণের জন্য অনুষ্ঠিত হয় ল্যাম্প লাইটিং সেরিমনি।

+
ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম নার্সিং স্কুলে লাইটিং সেরিমনি

ঝাড়গ্রাম : “দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প” কথাটির সঙ্গে অনেকেই পরিচিত। পৃথিবীর প্রথম সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেল হলেন “দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প”। তার দেখানোপথেই মানুষের সেবায় নিয়োজিত হওয়ার শিক্ষা গ্রহণের প্রথম দিনই অঙ্গীকারবদ্ধ হয় নবাগত সেবিকারা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবির কাছে দাঁড়িয়ে জ্বলন্ত মোমবাতিকে হাতে নিয়ে মানুষের সেবার শপথ গ্রহণ করে অঙ্গীকারবদ্ধ হয় সেবিকা হওয়ার দুচোখে স্বপ্ন নিয়ে সদ্য নার্সিং কলেজে ভরতি হওয়া ছাত্রীরা। নার্সিং এর প্রশিক্ষণের প্রথম দিনেই এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার শপথ গ্রহণ করল ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের নবাগত সেবিকারা। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামে ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলে ল্যাম্প লাইটিং অনুষ্ঠিত হয়। যেখানে এই বছর ভরতি হওয়া ৭৫ জন ছাত্রী হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে শপথ গ্রহণ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন,সমেত বিশ্ষ্ঠ অতিথিরা। ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের পরিকাঠামো দেখে অত্যন্ত খুশি রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন।
advertisement
advertisement
ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলে এই বছর অষ্টম তম ল্যাম্প লাইটিং সেরিমনির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি কৃতি- ছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং নার্সিং ট্রেনিং স্কুলের সমস্ত চিকিৎসক ,শিক্ষক ও কর্মীদের সম্মান জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল বেলা সাহা বলেন,”এই বছর আমাদের নার্সিং ট্রেনিং স্কুলে অষ্টম তম ল্যাম্প লাইটিং সেরিমনি অনুষ্ঠিত হয়। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে ফ্লোরেন্স নাইটেঙ্গেল ম্যাডামকে স্মরণ করে শপথ গ্রহণ করে। ফ্লোরেন্স নাইটেঙ্গেল আমাদের সকলের প্রিয় এবং আধুনিক নার্সিং এর জনক ছিলেন”।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন প্রথম মহিলা যিনি ভারতে নার্সিং এর উপর ব্যাপক প্রভাব ফেলেন। তিনি বেসামরিক জনগণের জন্য নার্সিং পরিষেবাতে আগ্রহী ছিলেন, যদিও তার প্রথম আগ্রহ ছিল ভারতে সেনাবাহিনীর কল্যাণ। ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার ওপর গবেষণা চালান। যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর মত সেবিকা হয়ে ওঠার স্বপ্ন নিয়ে শপথ গ্রহণ করল ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের প্রথম বর্ষের ছাত্রীরা।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : শপথ গ্রহণের জন্য অনুষ্ঠিত হয় ল্যাম্প লাইটিং সেরিমনি, কিন্তু কাদের জন্য?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement