Lakshmir Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে কোথায়? মারাত্মক অভিযোগ উঠল গোঘাটে, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Lakshmir Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোথায় চলে যাচ্ছে? গোঘাটে মারাত্মক অভিযোগ।
গোঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। আর সেই প্রকল্পেই এবার টাকা না পাওয়ার অভিযোগ উঠল আরামবাগ মহকুমার গোঘাটে। লক্ষ্মীর ভাণ্ডার চালু হলেও সেই টাকা চলে যাচ্ছে ভুয়ো অ্যাকাউন্টে। আর সেই নিয়ে বারবার প্রশাসনিক দফতরে দরবার করলেও মেলেনি কোনও সুরাহা।
উল্টে হেনস্থার শিকার হতে হচ্ছে মহিলাদের, এমনই অভিযোগ উঠল হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের সাওরা, বালি, ভাদুর-সহ বেশ কয়েকটি এলাকায়। আর এই নিয়েই বাড়ছে মহিলাদের মধ্যে ক্ষোভ। রীতিমতো তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পেয়ে হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

advertisement
আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন
এই ঘটনায় মহিলারা জানান, নিজেদের ডকুমেন্টস দেওয়া সত্বেও তাঁদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না। এক প্রকার অন্য লোকের অ্যাকাউন্টে সেই টাকা চলে যাচ্ছে। কিন্তু সেই অভিযোগ বিডিওকে বলা হলেও তিনি কথায় আমল দেননি বলে অভিযোগ।
advertisement
পঞ্চায়েত সমতির সভাপতি বিজয় রায় জানিয়েছেন, মহিলাদের অ্যাকাউন্টে ভুল থাকার জন্য অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা। যার ফলে এই সমস্যা দেখা যাচ্ছে বহু মহিলার। তাঁদের অ্যাকাউন্টগুলি সঠিক করে বিডিও অফিসে জমা দিলে আশা করি এই সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই বিষয়ে আরামবাগের মহকুমা শাসক সুভাসিনী ই বলেন, এই ধরনের ঘটনা ঘটেছে অনেক সময়। অভিযোগ তাদের কাছে আসতেই তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। এই বিষয়টিও খতিয়ে দেখবেন।
advertisement
suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2024 1:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmir Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে কোথায়? মারাত্মক অভিযোগ উঠল গোঘাটে, জানুন