Nandigram | Lakshman Seth: গত সপ্তাহেই সেরেছেন দ্বিতীয় বিয়ে! এবার নন্দীগ্রামে রাজনীতির ময়দানে ‘ফিরলেন’ লক্ষ্মণ শেঠ
- Published by:Satabdi Adhikary
- local18
- Written by:Sujit Bhoumik
Last Updated:
সেই লক্ষ্মণ শেঠ এখন কংগ্রেসের রাজ্য নেতা। দীর্ঘদিন পর সেই লক্ষ্মণ শেঠই আজ আবার রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এলেন নন্দীগ্রামে। আর সেই নন্দীগ্রামে বসেই আজ আবার শোনালেন দিন বদলের গল্প। তিনি বলেন, আপনারা আমাকে খলনায়কে পরিনত করিছিলেন। তৃণমূল, বিজেপি, এই দল গুলি আমাকে ভিলেন বানাল, কিন্ত তাতে কি নন্দীগ্রামের লাভ হয়েছে?আবার সুযোগ আসবে, নন্দীগ্রাম হবে দ্বিতীয় হলদিয়া নগরী, হবে শিল্পনগরী। এই স্বপ্ন আমার শেষ হবে না। আমি মারা গেলেও অন্য কেউ এসে করবে শিল্পনগরী।’’
দক্ষিণবঙ্গ: নন্দীগ্রামে ফিরলেন লক্ষ্মণ শেঠ! এর মধ্যেই অবশ্য একাধিকবার বদলেছেন দল৷ দীর্ঘদিন পরে আবার নন্দীগ্রামে রাজনৈতিক সভায় যোগ দিলেন প্রাক্তন এই সিপিএম নেতা৷ শুধু তাই নয়, কংগ্রেসের সভায় দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যও করলেন৷ জানালেন, ২০২১ এর নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হারে প্রচণ্ড দুঃখ পেয়েছেন তিনি। জানালেন, এখনও তিনি স্বপ্ন দেখেন একদিন ঠিক শিল্পনগরী হয়ে উঠবে নন্দীগ্রাম৷
সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পরে ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন এক সময় পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ সাংসদ লক্ষ্মণ শেঠ। তাঁর বিরুদ্ধে বেসরকারি মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগে তাঁকে বহিষ্কার করেছিল সিপিএম।

advertisement
আরও পড়ুন: লিভ ইন পার্টনারকে খুন করে দেহের টুকরো প্রেশার কুকারে সেদ্ধ করল প্রৌঢ়, মুম্বইয়ে হাড়হিম হত্যাকাণ্ড
কিন্তু, বিজেপিতেও বেশিদিন থাকেননি৷ ২০১৮ সালের সেপ্টেম্বরেই পদ্মশিবির ছাড়েন প্রাক্তন এই বাম নেতা৷ তারপরে উনিশের লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসে যোগ দেন তিনি৷ বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পদে রয়েছেন৷
advertisement
গত সপ্তাহেই সেরেছেন বিয়ে৷ জার্সি বদলে দীর্ঘ বিরতির পরে আজ, বৃহস্পতিবার তাঁকে ফের দেখা গেল রাজনীতির ময়দানে৷ অন্য কোথাও নয়, নন্দীগ্রামে পা রাখলেন তিনি৷ যে নন্দীগ্রাম ছেড়ে একসময়ে তাঁকে চলে যেতে হয়েছিল?
জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠা এক সময়ের এই নন্দীগ্রাম থেকেই এক সময় ‘বিতাড়িত’ হতে হয়েছিল তৎকালীন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠকে। মূলত, নন্দীগ্রাম কাণ্ডের সব দায় লক্ষ্মণ শেঠের কাঁধে রেখে তাঁকেই ‘দায়ী’ ঠাওরানো হয়৷ একসময় তাঁর নন্দীগ্রামে ঢোকাও বন্ধ হয়ে যায়।
advertisement
আরও পড়ুন: হস্টেলে ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ, তারপর গলায় ওড়না জড়িয়ে খুন, তারপরে কী করল সিকিওরিটি গার্ড? বীভৎস কাণ্ড
সেই লক্ষ্মণ শেঠ এখন কংগ্রেসের রাজ্য নেতা। দীর্ঘদিন পর সেই লক্ষ্মণ শেঠই আবার রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এলেন নন্দীগ্রামে। আর সেই নন্দীগ্রামে বসেই আবার শোনালেন দিন বদলের গল্প। তিনি বলেন, ‘‘আপনারা আমাকে খলনায়কে পরিণত করিছিলেন। তৃণমূল, বিজেপি, এই দলগুলি আমাকে ভিলেন বানাল, কিন্ত তাতে কি নন্দীগ্রামের লাভ হয়েছে? আবার সুযোগ আসবে, নন্দীগ্রাম হবে দ্বিতীয় হলদিয়া নগরী, হবে শিল্পনগরী। এই স্বপ্ন আমার শেষ হবে না। আমি মারা গেলেও অন্য কেউ এসে করবে শিল্পনগরী।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 08, 2023 5:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram | Lakshman Seth: গত সপ্তাহেই সেরেছেন দ্বিতীয় বিয়ে! এবার নন্দীগ্রামে রাজনীতির ময়দানে ‘ফিরলেন’ লক্ষ্মণ শেঠ