ফের ভিনরাজ্যে খুন বাংলার শ্রমিক, যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
Last Updated:
বুধবার রাত থেকে তাঁর খোঁজ ছিল না। সঙ্গীরা থানায় খবর দেন। পরে পুলিশ কুয়োর ভিতর থেকে ইসরাইলের দেহ উদ্ধার করে।
#ঝাড়খণ্ড: ফের ভিনরাজ্যে খুন বাংলার শ্রমিক। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। ঝাড়খণ্ডের গোয়েলকেরায় তরাইকুল এলাকায় একটি স্কুল তৈরি হচ্ছিল। সেখানেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিলপাড়ার বাসিন্দা ইসরাইল শেখ রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। ওই স্কুলের ভিতরেই অন্য রাজমিস্ত্রিদের সঙ্গে থাকতেন তিনি।
বুধবার রাত থেকে তাঁর খোঁজ ছিল না। সঙ্গীরা থানায় খবর দেন। পরে পুলিশ কুয়োর ভিতর থেকে ইসরাইলের দেহ উদ্ধার করে। ইসরাইলকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ। গোয়েলকেরারই কয়েকজন যুবক পিটিয়ে খুন করে বলে অভিযোগ। তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2019 6:44 PM IST