Kurmi Agitation: হাইকোর্টের নির্দেশ মিলতেই আন্দোলন প্রত্যাহার কুড়মিদের, আন্দোলনকারীদের ঠেকাতে কড়া পুলিশ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২০ সেপ্টেম্বর থেকে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল রোকোর ডাক দিয়েছিল কুড়মি-রা
বাঁকুড়া: হাইকোর্টের নির্দেশ মিলতেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছে কুড়মি সমাজ। পথে নামল পুলিশ ও প্রশাসনও। কড়া হাতে আন্দোলনকারীদের ঠেকাতে বাঁকুড়া জেলার প্রতিটি এক্সিট পয়েন্টে শুরু হয়েছে নাকা চেকিং।
২০ সেপ্টেম্বর থেকে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল রোকোর ডাক দিয়েছিল কুড়মি-রা। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে আন্দোলনে যোগ দেওয়ার কথা ছিল বাঁকুড়া জেলায় বসবাসকারী কয়েক হাজার কুড়মি সম্প্রদায়ের মানুষের। প্রথম থেকেই এই আন্দোলনের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছিল এ’রাজ্যের প্রশাসন। মঙ্গলবার আন্দোলনকে বে-আইনি ঘোষণা করতেই পুলিশ ও প্রশাসনের ভূমিকা আরও কঠোর হল।
advertisement
advertisement
বাঁকুড়ার সারেঙ্গা, রাইপুর থানার জানডাঙ্গা, বারিকুল থানার সাতখুলিয়া-সহ প্রতিটি সীমান্তে কড়া নাকা চেকিং শুরু হয়েছে। সংগঠিতভাবে যাতে কোনও আন্দোলনকারী আন্দোলনস্থলে পৌঁছতে না পারেন, সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে পুলিশ। পাশাপাশি বেশ কয়েকজন কুড়মি নেতাকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
প্রিয়ব্রত গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 5:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kurmi Agitation: হাইকোর্টের নির্দেশ মিলতেই আন্দোলন প্রত্যাহার কুড়মিদের, আন্দোলনকারীদের ঠেকাতে কড়া পুলিশ