শুভেন্দুর গড়ে কুণালের গৃহপ্রবেশ, পূর্ব মেদিনীপুর জেলায় পেলেন বিশেষ দায়িত্ব

Last Updated:

শুভেন্দুর গড়ে কুণাল ভরসা- যা নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত।

আবীর ঘোষাল, পূর্ব মেদিনীপুর: শুভেন্দুর গড়ে কুণালের গৃহপ্রবেশ। মঙ্গলে পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ দায়িত্ব পেয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর দায়িত্ব নিয়েই সকাল সকাল হলদিয়ায় আসেন কুণাল। হলদিয়া টাউনশিপে মাখনবাবুর বাজারে অস্থায়ী গেস্ট হাউজ নিলেন কুণাল। সেখানেই এদিন গৃহপ্রবেশ হল কুণালের।
পূর্ব মেদিনীপুর জেলায় দুটি সাংগঠনিক জেলা আছে। একটি কাঁথি, একটি তমলুক। দুই জেলায় জেলাসভাপতি আছেন। এ ছাড়া ব্লক স্তর পর্যন্ত সংগঠন আছে তৃণমূলের। অভিযোগ বহু ক্ষেত্রেই দলের একাধিক কর্মীদের মধ্যে প্রকট সংযোগের অভাব ৷ আর সেখানেই এবার বিশেষ দায়িত্ব নিয়ে আসলেন কুণাল।
advertisement
advertisement
এদিন নারকেল ফাটিয়ে গৃহপ্রবেশ করেন তিনি। পুজো অর্চনাও করেন কুণাল ঘোষ। বাড়িতে রয়েছে তিনটি ঘর, সাংবাদিক সম্মেলন করার জায়গা। যাবতীয় ব্যবস্থা রয়েছে এই বাড়িতে। আপাতত এই বাড়ি থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় সংযোগ করবেন কুণাল।
শুভেন্দুর গড়ে কুণাল ভরসা- যা নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত। এরই মধ্যে হলদিয়ায় কুণালের বাড়ি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। কুণাল অবশ্য জানিয়েছেন, দলে আমাদের পর্যবেক্ষক পদ নেই। আমাকে সংযোগ করার জন্য বিশেষ দায়িত্ব দিয়ে জেলায় পাঠানো হয়েছে ৷
advertisement
গড়পাড়ের পাশাপাশি হলদিয়াতেও এবার সময় দেবেন কুণাল ঘোষ ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শুভেন্দুর গড়ে কুণালের গৃহপ্রবেশ, পূর্ব মেদিনীপুর জেলায় পেলেন বিশেষ দায়িত্ব
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement