Purulia News: রক্তদান সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে সারা ভারত ভ্রমন, শুনুন কি বলছেন তিনি
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
- Edited by:Sudip Paul
Last Updated:
Purulia News: রক্তদান মহৎ দান। তবুও রক্তদানে অনীহা থাকে অনেক মানুষের। রক্তের ভূমিকা মানুষের জীবনে কতখানি রয়েছে ও স্বেচ্ছায় রক্তদান কতখানি প্রয়োজন তা জনগণকে বোঝাতে সাইকেল নিয়ে ভারত পরিক্রমায় বেরিয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দা জয়দেব রাউত।
পুরুলিয়া: রক্তদান মহৎ দান। তবুও রক্তদানে অনীহা থাকে অনেক মানুষের। রক্তের ভূমিকা মানুষের জীবনে কতখানি রয়েছে ও স্বেচ্ছায় রক্তদান কতখানি প্রয়োজন তা জনগণকে বোঝাতে সাইকেল নিয়ে ভারত পরিক্রমায় বেরিয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দা জয়দেব রাউত। প্রায় এক বছর আগে ২০২২ সালের পয়লা অক্টোবর তিনি যাত্রা শুরু করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করার পর বুধবার পুরুলিয়ার ঝালদায় পৌছান তিনি।
ঝালদা সি সি এস পি ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এ বিষয়ে তিনি জানান,”নব প্রজন্মের ছেলেমেয়েদের রক্তদান সম্পর্কে সার্বিক ধারণা প্রদান করার উদ্দেশ্যেই তার এই সাইকেলে করে ভারত ভ্রমন।” রক্তের সংকট মেটাতে ও মানুষের সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ বলেও জানান জয়দেব রাউত।
advertisement
মানুষের জীবনে রক্তের ঘাটতি মেটাতেই সুদূর কৃষ্ণনগর থেকে দীর্ঘ এক বছর ধরে সাইকেলে করে ভারতের বিভিন্ন প্রান্ত ছুটে চলেছেন জয়দেব রাউত। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্লাবের সদস্যরা। পাশাপাশি তারা আগামী দিনে জয়দেব রাউতের পাশে থাকার কথাও বলেন।
advertisement
পুরুলিয়ায় পৌছতে তাকে ঘিরে উচ্ছাসও দেখা যায়। রক্তের সংকট মিটতে পারে যথাযথ রক্তদানের মাধ্যমে। তাই মানুষের মধ্যে রক্তের ভূমিকা নিয়ে সচেতনতার বার্তা নিয়ে ছুটে চলেছেন কৃষ্ণনগরবাসী জয়দেব রাউত। তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
শমিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 7:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রক্তদান সম্পর্কে সচেতনতার বার্তা নিয়ে সারা ভারত ভ্রমন, শুনুন কি বলছেন তিনি