Krishnanagar Murder Update: রবিবার ট্রেনের টিকিট কাটা ছিল, সোমবার কৃষ্ণনগরে দেশরাজ! কোথায় গা ঢাকা দিল ঈশিতার খুনি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানে কর্মরত দেশরাজের বাবা টিকিট কেটে কাচরাপাড়ায় বাড়ি মালিকের কাছে টিকিট পাঠিয়েছিলেন।
সমীর রুদ্র, কৃষ্ণনগর: গতকাল ২৫ অগাস্ট কাঁচরাপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়ে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে নৃশংস ভাবে গুলি করে খুন করে সে৷ তার পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও অভিযুক্ত দেশরাজ সিং-কে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত ২৪ অগাস্ট রবিবার নৈহাটি জংশন স্টেশন থেকে ট্রেন ধরে উত্তর প্রদেশে যাওয়ার কথা ছিল দেশরাজ সিংয়ের৷ উত্তর প্রদেশের দেওরিয়া সদর স্টেশনের টিকিট কেটেছিল দেশরাজ৷ দুপুর ১.১৬ মিনিটে টিকিট কাটে সে৷ যদিও সেই ট্রেনে ওঠেনি দেশরাজ৷ দুপুর ৩.১৫ মিনিটে সেই ট্রেন ছাড়ার কথা ছিল৷
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানে কর্মরত দেশরাজের বাবা টিকিট কেটে কাচরাপাড়ায় বাড়ি মালিকের কাছে টিকিট পাঠিয়েছিলেন। যদিও রবিবার সেই ট্রেন না ধরে গতকাল কৃষ্ণনগরে এসে ওই ছাত্রীকে খুন করে দেশরাজ৷ তদন্তকারীদের ধারণা খুনের পর ট্রেনে করে উত্তর প্রদেশেই গা ঢাকা দিয়ে থাকতে পারে দেশরাজ৷ ইতিমধ্যেই উত্তর প্রদেশে রওনা দিয়েছে পুলিশের একটি দল৷
advertisement
advertisement
আদতে উত্তর প্রদেশের বাসিন্দা দেশরাজ কাঁচরাপাড়াতেই পড়াশোনা করেছে৷ মৃত ছাত্রীর সহপাঠী ছিল সে৷ কাঁচরাপাড়ার জেটিয়া থানা এলাকার ধর্মপুরে মা এবং বোনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত সে৷ সেই বাড়িতে গিয়েও কারও খোঁজ পায়নি পুলিশ৷ রাজস্থানের জয়সলমিরে এনডিআরএফ-এ কর্মরত রয়েছেন দেশরাজের বাবা৷ পুলিশের কাছে তিনি দাবি করেছেন, গোটা ঘটনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 5:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Update: রবিবার ট্রেনের টিকিট কাটা ছিল, সোমবার কৃষ্ণনগরে দেশরাজ! কোথায় গা ঢাকা দিল ঈশিতার খুনি?

