West Bengal Municipal Corporation Election 2022: বিধাননগরে বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী জিতলেন, পুরনিগম দখলে এল সহজে

Last Updated:

West Bengal Municipal Corporation Election 2022: বিধাননগর পুরসভায় কার্যত একচেটিয়া জয় পেয়েছে তৃণমূল। মোট ৪১টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে। ৩৯টি আসনে জয় পেয়েছে তৃণমূল।

কৃষ্ণা চক্রবর্তী। ফাইল চিত্র
কৃষ্ণা চক্রবর্তী। ফাইল চিত্র
#কলকাতা: বিধাননগরে সহজ জয় পেলেন বিধাননগর পুরনিগমের (West Bengal Municipal Corporation Election 2022) বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakrabarty)। তাঁর জয়ের ব্যবধান ২২৫৯। ২৯ নম্বর ওয়ার্ডে তিনি প্রার্থী হয়েছিলেন, লড়াই ছিল সিপিএমের প্রার্থী শাশ্বতী মণ্ডলের সঙ্গে। শাশ্বতী পেয়েছেন ১০৫১ ভোট। অর্থাৎ দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। জয়ের পর আত্মবিশ্বাসী কৃষ্ণা জয় উৎসর্গ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বিধাননগর পুরনিগমে (West Bengal Municipal Corporation Election 2022) কার্যত একচেটিয়া জয় পেয়েছে তৃণমূল। মোট ৪১টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে। ৩৯টি আসনে জয় পেয়েছে তৃণমূল। তার মধ্যে একটি আসনে জয় পেয়েছে কংগ্রেস, একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। বিজেপি খাতাও খুলতে পারেনি। জয়ের পর কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, তিনি এই জয় উৎসর্গ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছি। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, সেই কারণেই সাধারণ মানুষ আমাদের উজাড় করে ভোট দিয়েছেন।
advertisement
advertisement
নতুন বোর্ডের নেতৃত্বে কে থাকবেন? কে হবেন মেয়র! তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। কৃষ্ণ চক্রবর্তীকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের দল এ ভাবে চলে না। দলের মধ্যে আলোচনা হবে, দল ঠিক করবে, কে নতুন বোর্ডের মেয়র হবেন, তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিধাননগরে কৃষ্ণ ছাড়াও জয় পেয়েছেন সব্যসাচী দত্ত, দেবরাজ চক্রবর্তীরাও। বিধাননগরে কে এ বার মেয়র পদে বসেন, সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Corporation Election 2022: বিধাননগরে বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী জিতলেন, পুরনিগম দখলে এল সহজে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement