Sujit Bhowmik
#কাঁথি: শারিরীক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে গিয়ে ২০০০ হাজার টাকা করে দু’টি. মোট ৪০০০ টাকা খরচ করে ডিয়ার দেওয়ালী বাম্পার লটারি কেটে কোটিপতি হলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বাধিয়ার বাসিন্দা সেখ সাবেদ হুসেন। শনিবার রাতে ফোনে জানানো হয়, তাঁর কাটা লটারির টিকিটে ৫ কোটি টাকার পুরস্কার লেগেছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে খোঁজ খবর নিয়ে সত্যতা জানতে পেরে খুশিতে মজেছেন সাবেদ।
দুর্ঘটনায় আহত হয়ে গৃহবন্দী থেকেও পাঁচ কোটি টাকার লটারি জিতে নিজেই তাক বনে গিয়েছেন কাঁথির বাঁধিয়ার বাসিন্দা সেক সাবেদ হুসেন। ডাক্তার দেখাতে গিয়ে দু’হাজার টাকা করে চার হাজার দিয়ে দু’টো লটারির টিকিট কেটেছিলেন। আর তাতেই কেল্লাফতে! পাঁচ কোটি টাকা পেয়ে গিয়েছেন সেক সাবেদ হুসেন। টাকা পেয়ে রীতিমতো খুশি তাঁর পরিবার থেকে আত্মীয় স্বজন সকলেই। অভিনন্দন জানাতে রাড়িতে এসে হাজির হয়েছেন পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন সহ বহু মানুষ।
সংবাদিকদের মুখোমুখি হয়ে সেক সাবেদ হুসেন জানান, গত দেড় মাস আগে কাঁথি শহরের চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলেন। তখন পরিবারকে না জানিয়ে ফেরার পথে দু’টো টিকিট চার হাজার দিয়ে কিনেছিলেন। শনিবার রাতে জানতে পারেন টিকিটে লেগেছে প্রথম পুরস্কার পাঁচ কোটি টাকা। প্রথমে বিশ্বাস করতে পারেননি, পরে ঘোর কাটে! তিনি আরও বলেন, প্রথমে স্ত্রীও বিশ্বাস করেননি। রবিবার টিকিট কাউন্টারের গিয়ে সমস্ত পরিচয় পত্র দিয়ে এসেছেন। সাবেদের বাড়িতে আত্মীয় থেকে প্রতিবেশীদের ভিড় জমতে শুরু করেছে, যার কারণে পুলিশ প্রশাসন বিষয়টি নজরে রাখছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।