রাজ্যে এই প্রথম, গঙ্গা দূষণ রোধে গঙ্গা জল স্প্রে করে প্রতিমা নিরঞ্জন হল কোন্নগরে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
গঙ্গার পাড়েই তৈরি হয়েছে অস্থা্য়ী Treatment Plant গ্রাউন্ড। রাখা হয়েছে ক্রেন। বড় প্রতিমা তোলার ব্যাবস্থা।
#কোন্নগর: গঙ্গা দূষণ রোধে রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা পরিকল্পনাকে বাস্তয়াবিত করতে কোন্নগর পৌরসভার উদ্যোগে রাজ্যে প্রথম প্রতীমা নিরঞ্জন করা হচ্ছে ব্রজ্য প্রক্রিয়াকরণ স্থাপনা অর্থাৎ Effluent Treatment Plant এর মাধ্যমে। পাম্পের মাধ্যমে গঙ্গার জল তুলে পৌরসভার কর্মীরা জল স্প্রে করছে প্রতিমার উপর। প্রতিমার মাটি, রঙ ধুয়ে সাফ করে খড়, বাঁশ, কাঠামো আলাদা করা হচ্ছে।
গঙ্গার পাড়েই তৈরি হয়েছে অস্থা্য়ী Treatment Plant গ্রাউন্ড। রাখা হয়েছে ক্রেন। বড় প্রতিমা তোলার ব্যাবস্থা। যেখানে প্রতিমাকে জল দিয়ে স্প্রে করে ধোয়া হচ্ছে, সেখানে দু’টি ছয় ফুটের চেম্বার করা হয়েছে। চেম্বারের রাখা হয়েছে ভাঙ্গা ইটের টুকরো, মোটা বালির আস্তরণ, ক্লোরিন ও ব্লিচিং পাউডার। কোনওভাবেই প্রতিমার ধোয়া ক্যামিক্যাল মিশ্রিত জল ও মাটি গঙ্গায় ফেলা হচ্ছে না। পাশাপাশি এ দিন নিরঞ্জন করতে আসা প্রতিটি ক্লাব ও বাড়োয়ারীকে কোন্নগর পৌরসভার তরফে 'পরিবেশ বান্ধব প্রতিমা নিরঞ্জন' অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়েছে। আগামিদিনে আইন প্রণয়ন করে কোনও প্রতিমাকে গঙ্গায় ফেলা হবে না বলে জানিয়েছেন কোন্নগর এলাকার পুজো উদ্যোক্তারা। জেলার মধ্যে কোন্নগর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্লাব কমিটিগুলি। তবে এই বছর করোনা পরিস্থিতিতে আরও বেশি সাফল্য এনেছে এইভাবে প্রতিমা নিরঞ্জন করার ক্ষেত্রে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2020 9:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্যে এই প্রথম, গঙ্গা দূষণ রোধে গঙ্গা জল স্প্রে করে প্রতিমা নিরঞ্জন হল কোন্নগরে