PM Mudra Yojana Fraud: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নামে চলছিল ভয়ঙ্কর কারবার, নিঃস্ব হচ্ছিল গ্রাহকরা! ফ্ল্যাট-বাড়িতে অভিযান চালাতেই পুলিশের হাতে ৫ চক্রী
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Madhab Das
Last Updated:
Cyber Fraud: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নামে ঋণ পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি। শহরজুড়ে অনলাইনে প্রতারণা জাল বিছিয়েছিল অভিযুক্তরা।
কলকাতা, রৌনক দত্ত চৌধুরি: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নামে ঋণ পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি। শহরজুড়ে অনলাইনে প্রতারণা জাল বিছিয়েছিল অভিযুক্তরা। কিন্তু শেষমেষ প্রতারণার দায়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। কলকাতা সাইবার পুলিশের তদন্তে, ভুয়ো ঋণ জালিয়াতি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নামে ঋণ দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চক্র চালাচ্ছিল ধৃত পাঁচ অভিযুক্ত। এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ আসতে শুরু করে। তারপরেই তদন্তে নামেন সাইবার বিভাগের গোয়েন্দারা। তাতেই এই জালিয়াতি চক্রের পর্দাফাঁস হয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত বৃহস্পতিবার রাতে পূর্ব যাদবপুর থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানেই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছে থেকে আটটি অ্যান্ড্রয়েড মোবাইল ও ছয়টি কী-প্যাড মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা অনলাইনে সাধারণ মানুষকে টার্গেট করে আর্থিক প্রতারণা চালাত।
advertisement
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হওয়া বা ব্যবসার জন্য ঋণ পাওয়া যায়। অনলাইনে এমন মানুষদের টার্গেট করত এই চক্রটি। তারপর লোন পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চলত প্রতারণা। একটা সময় পরে গ্রাহকরা বুঝতেন, তাঁরা প্রতারিত হয়েছেন। আর এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সাফল্য পেয়েছে সাইবার বিভাগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 10, 2026 2:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
PM Mudra Yojana Fraud: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নামে চলছিল ভয়ঙ্কর কারবার, নিঃস্ব হচ্ছিল গ্রাহকরা! ফ্ল্যাট-বাড়িতে অভিযান চালাতেই পুলিশের হাতে ৫ চক্রী







