corona virus btn
corona virus btn
Loading

ডিএম বা এসডিও অফিসে হোক আস্থা ভোট, বনগাঁ পুরভোটে নজিরবিহীন প্রস্তাব হাইকোর্টের

ডিএম বা এসডিও অফিসে হোক আস্থা ভোট, বনগাঁ পুরভোটে নজিরবিহীন প্রস্তাব হাইকোর্টের
  • Share this:

#বনগাঁ: বনগাঁ আস্থাভোটে নজিরবিহীন প্রস্তাব কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের। বিচারপতির প্রস্তাব, জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে হোক এই আস্থা ভোট।

নিরাপত্তার জন্য পুলিশকে সুপারকে আস্থা ভোটে উপস্থিত থাকতে বলেছেন বিচারপতি। অনাস্থা প্রস্তাব আসার পর আস্থা ভোট না হলে ব‍্যাহত হয় পরিষেবা। তাই দ্রুত আস্থা ভোট চাইছেন বিচারপতি।

প্রধান বিচারপতি জানতে চান, 'চেয়ারম্যান আস্থা ভোটে এত ভয় পাচ্ছেন কেন ?'। অ‍্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের মন্তব্য, 'বনগাঁ আস্থা ভোটের ঘটনা লজ্জার'। 'সরকার ভুল করলে আদালত শুধরে দেবে ৷ ১১জন কাউন্সিলর সভায় ঢুকতে পারেননি ৷ যাঁরা অনাস্থা আনল তাঁরাই ঢুকতে পারল না ৷ বিষয়টি জলের মতো পরিষ্কার ৷ প্রভাব খাটিয়ে আটকানো হয়েছে কাউন্সিলরদের’, মন্তব্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ৷

First published: July 19, 2019, 2:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर