Kolkata Digha route: দিঘা যাওয়ার পথে ভেঙে পড়ল রাস্তা, বন্ধ হয়ে গেল কলকাতা থেকে দিঘা যাওয়ার রাস্তা! ছুটির দিনে চরম বিপাকে পর্যটকরা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Kolkata Digha route: জাতীয় সড়কের কাজ চলছিল একটি লেন বন্ধ রেখে। ১১ অক্টোবর শনিবার দুপুর ১:৩০ নাগাদ একটি যন্ত্র চালিত ভ্যান যাওয়ার সময় ভেঙে যায় স্লুইস গেট। দিঘা যাওয়ার জাতীয় সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ।
কাঁথি, সৈকত শী: জাতীয় সড়কে থাকা স্লুইস গেট ভেঙে পড়েছে, বন্ধ যান চলাচল। সমস্যায় দিঘা পড়ল দিঘামুখী যানবাহন। নন্দকুমার থেকে দিঘা ১১৬ বি জাতীয় সড়কের ওপর একটি স্লুইস গেট ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে কাঁথির মারিশদা থানার অন্তর্গত, লোকাল বোর্ড এলাকায়। ১১৬ বি জাতীয় সড়কের উপর স্লুইস ভেঙে গাড়ি চলাচল বন্ধ। শনিবার এমনিতেই দিঘা যাওয়ার এই জাতীয় সড়কে যানবাহনের আধিক্য বেশি থাকে। কিন্তু দুপুরবেলায় এই বিপত্তি জাতীয় সড়কে। আর তাতেই সমস্যায় দিঘামুখী ও দিঘা থেকে বিপরীতমুখী যানবাহন।
প্রশাসন সূত্রে জানা যায়, মারিশদা থানার অন্তর্গত মারিশদা সেন্ট্রাল প্রাথমিক স্কুলের কাছে হাইওয়ের ওপর থাকা স্লুইস গেট ভেঙে পড়ে এদিন দুপুর দেড়টার সময়। জানা যায় ১০ অক্টোবর শুক্রবার সামান্য ফাটল দেখা গিয়েছিল। তারপর থেকেই দ্রুত তৎপরতায় কাজ শুরু করেছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তার এক ধার কিছুটা বন্ধ রেখে যানবাহন চলাচল অবস্থায় কাজ চলছিল। এদিন দুপুরবেলা একটি মাল বোঝাই যন্ত্রচালিত ভ্যান যাতায়াতের সময় সম্পূর্ণ ভেঙে যায় স্লুইস গেটটি ভেঙে যায়। সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারেরা। কাজ শুরু হয়েছে দ্রুত গতিতে। কাঁথি বা দিঘাগামী ছোট যানবাহন গুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপাতত সমস্ত বাহন চলাচল করছে মারিশদা বাজার হয়ে, বাহিরী গ্রাম পঞ্চায়েত অফিস— পারুলিয়া হাইস্কুল— ডিঙ্গলবেড়িয়া মোড়– রূপশ্রী হয়ে বাইপাস ধরে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এ বিষয়ে মারিশদা থানার ওসি উজ্জ্বল নস্কর বলেন, “শুধুমাত্র এম্বুলেন্স ও ছোট গাড়িগুলিই যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। যতক্ষণ না জাতীয় সড়ক খুলছে বাস বা অন্যান্য বড় যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।”
advertisement
প্রসঙ্গত শনি রবিবার দিঘায় পর্যটকের সংখ্যা বেশি হয়। আর শনিবারই দিঘা যাওয়ার জাতীয় সড়কে এই বিপত্তি। ভোগান্তির মুখে পড়তে হয়েছে জেলার সাধারণ মানুষ থেকে দিঘা আসা পর্যটকদের। ওই স্লুইস গেট পুনরায় নির্মাণের জন্য দ্রুত গতিতে কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে কত সময় পর জাতীয় সড়ক পুরোপুরি যান চলাচলের যোগ্য হবে সে বিষয়ে কিছুই জানায়নি প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 11, 2025 7:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolkata Digha route: দিঘা যাওয়ার পথে ভেঙে পড়ল রাস্তা, বন্ধ হয়ে গেল কলকাতা থেকে দিঘা যাওয়ার রাস্তা! ছুটির দিনে চরম বিপাকে পর্যটকরা