South 24 Parganas News: শুরু হয়েছে আবাস যোজনার সার্ভে! কীভাবে হচ্ছে জানুন আপনিও
- Published by:Debolina Adhikari
- local18
Last Updated:
শুরু হয়েছে আবাসের সার্ভে। এরপরই বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ মিলছে। কিন্তু জানেন কি এই সমগ্র পক্রিয়াটি কিভাবে হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা: শুরু হয়েছে আবাস যোজনার সার্ভে। এরপরই বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ মিলছে। কিন্তু জানেন কি এই সমগ্র প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে?
সমগ্র প্রক্রিয়াটির স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন একাধিক ব্যবস্থা নিয়েছে। স্টেট লেভেলের একটি তালিকা এসেছে প্রাথমিকভাবে। সেই তালিকা অনুযায়ী বাড়িতে বাড়িতে যাচ্ছে সার্ভে টিম।
একটি আ্যপের মাধ্যমে নথিভুক্ত হচ্ছে সমস্ত কিছু। এখানে যাঁদের-যাঁদের পাকা বাড়ি আছে, সেগুলি দেখা হচ্ছে। ফলে সমগ্র পক্রিয়ায় কোনও খামতি থাকছে না।
advertisement
তবে এত গন্ডগোল কিসের? খোঁজ নিয়ে জানা গিয়েছে অনেকেরই মাটির বাড়ি রয়েছে তাঁদের নাম আসেনি। অথচ তারা ঘর পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন।অনেক জায়গায় তাদের আবেদন জমা নেওয়া হচ্ছে। ফলে যে তালিকা এসেছে সেই তালিকায় ততটা গন্ডগোল নেই বলে জানা গিয়েছে।
advertisement
প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, সমস্ত পক্রিয়া স্বচ্ছ ভাবে পালন করা হচ্ছে। যাতে প্রকৃত প্রাপকরা টাকা পান সেই ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন।
লিস্ট অনুযায়ী তদন্ত করেই তবেই তৈরি হবে চূড়ান্ত তালিকা। এরপর মিলবে ঘর। ফলে তালিকায় কোনো সমস্যা থাকার কথাই নয়।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 04, 2024 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: শুরু হয়েছে আবাস যোজনার সার্ভে! কীভাবে হচ্ছে জানুন আপনিও








