Dakshin Dinajpur News: ভারত সুন্দরী কুলের নাম শুনেছেন! কী এর বিশেষত্ব, জানলে অবাক হবেন

Last Updated:

Dakshin Dinajpur News: ভারত সুন্দরী কুলের চাহিদা বাজারে তুঙ্গে। বাজারে আসতে না আসতেই গড়ে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে ভারত সুন্দরী কুল।

+
ভারত

ভারত সুন্দরী কুলে মজেছে জেলাবাসী 

দক্ষিণ দিনাজপুর: দেখে টুকটুকে চেরি ফল বলে মনে হলেও আসলে তারা কুল। নামও তার নজরকারা। ভারত সুন্দরী নামটা শুনলেই বিউটি কন্টেস্টের নাম সামনে চলে আসে। তবে এই ভারত সুন্দরী বিউটি কনটেস্ট নয়, এটি একটি কুলের নাম। এই কুলের গন্ধে ম ম সেই বাগানে এলেই ভুল ভাঙবে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বিকাশ মণ্ডলের অভিনব কুল চাষ এখন দিশা দেখাচ্ছে এলাকার চাষিদের। তাঁর বাগানেই নজর কাড়ছে ভারত সুন্দরী কুল। বালুরঘাট ব্লকের পতিরামের কাছে লক্ষ্ণীপুর এলাকায় চাষ করা এই ভারত সুন্দরী কুলের চাহিদা বাজারে তুঙ্গে। এই কুল চাষের জন্য মাত্র কয়েক মাসেই তিলে তিলে সাজিয়ে তুলেছেন বিকাশ বাবুর দেড় বিঘে বাগান। বাজারে আসতে না আসতেই গড়ে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে ভারত সুন্দরী কুল।
কুল চাষি বিকাশ মণ্ডলের কথায়, “মাত্র ৯ মাসের মধ্যেই তাঁর বাগানের প্রতি পরিচর্যা এবং যত্নের ফলে ভারত সুন্দরী কুল গাছে ব্যাপক ফলন লক্ষ্য করা গিয়েছে। সেই দেখে অনুপ্রেরণা পান অন্যান্য চাষিরাও। তাঁকে দেখে ইতিমধ্যেই বহু চাষি এগিয়ে এসেছে এই কুল চাষে। এই কুল চাষ গতানুগতিক চাষের বাইরে ভাল আয়ের বিকল্প চাষ হিসাবে জেলার অন্যান্য কৃষকদেরও আগ্রহ বাড়িয়েছে।”
advertisement
বর্তমানে এই কুল বালুরঘাট শহর-সহ জেলার মানুষের মন কেড়েছে ইতিমধ্যেই। খাদ্যপিপাসু সাধারণ মানুষদের দাবি, শুধুমাত্র দেখতেই সুন্দর নয়, পাশাপাশি অসাধারণ স্বাদ এবং গন্ধ রয়েছে ভারত সুন্দরী কুলে।
advertisement
কুল চাষেও মিলতে পারে দ্বিগুন লাভ। তবে সে ক্ষেত্রে সঠিক পরিচর্যা বিশেষ প্রয়োজন।
তবে তাদের গলায় আক্ষেপের সুর। কুল চাষ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার প্রশিক্ষণের বলা হলেও বাস্তবে সেই প্রশিক্ষণের বিষয় খাতা কলমেই রয়ে গিয়েছে। আজও সেই প্রশিক্ষণ দেওয়ার কাজ করা হয়নি এমনই অভিযোগ স্থানীয় কুল চাষিদের। চাষিরা চাইছেন শীঘ্রই চাষের প্রশিক্ষণ দেওয়া হোক। তাহলে আরও উন্নত মানের চাষ করবার পাশাপাশি উৎপাদিত ফসলের পরিমাণও অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন চাষিরা। বিকাশ মণ্ডলের অভিনব কুল চাষের বাগান নজর কাড়ছে সকলের। জেলায় প্রথম নয় এই কুল চাষ। তবে বিগত কয়েক বছর অন্যান্য সবজি চাষ করলেও তিন বছর ভারত সুন্দরী কুল চাষের ফলন ব্যাপক হারে দেখা দিয়েছে। তাই গতানুগতিক অন্যান্য চাষ বাদ দিয়ে কুল চাষের দিশা দেখাচ্ছেন বিকাশ বাবু।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dakshin Dinajpur News: ভারত সুন্দরী কুলের নাম শুনেছেন! কী এর বিশেষত্ব, জানলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement