ই-নিরাপত্তার দাবিতে পুরসভার অন্দরেই বিক্ষোভ নিরাপত্তা কর্মীদের

Last Updated:

E Security || কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ের বিভিন্ন গেট-সহ ১৬টি বরো অফিস ও ওয়ার্ডের বিভিন্ন অফিসে নিরাপত্তারক্ষার কাজ করেন এই কর্মীরা। সেই নিরাপত্তা কর্মীদেরই অন্য ভূমিকায় দেখলেন সাধারণ মানুষ।

বিশ্বজিৎ সাহা, কলকাতা: নিরাপত্তা কর্মীদের ই-নিরাপত্তার দাবি! আর্থিক নিরাপত্তার দাবিতে কলকাতা পুরসভার সিকিউরিটি গার্ড, সুইপার, গানম্যান অ্যান্ড এলায়েড ওয়ার্কমেন্স সার্ভিসেস ইউনিয়নের প্রতিবাদ বিক্ষোভ পুরসভার অন্দরে।
মজুরি বাড়াও ! অবসরে গ্র্যাচুয়িটি দাও!  সময় মতো বেতন দাও !  পি এফের হিসাব দাও!  এইসব  দাবিকে কেন্দ্র করে এবার কলকাতা পুরসভার ভিতরেই বিক্ষোভ মিছিল পুরসভার নিরাপত্তা কর্মীদের। পুরসভার বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে কর্মরত সিকিউরিটি গার্ড, সুইপার, গানম্যানদের নিয়ে বিক্ষোভ মিছিল হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও নিয়মমাফিক মজুরি বৃদ্ধি করা হচ্ছে না তাঁদের। এছাড়া সময় মতো বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সংগঠনের সভাপতি প্রদীপ সেন। তাঁর অভিযোগ, একদিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে তাঁদের প্রভিডেন্ট ফান্ড জমা পড়ছে না। অন্যদিকে নতুন এবং পুরনো কর্মীদের বেতন বৈষম্য করা হচ্ছে৷  বিক্ষোভকারীরা জানান, এই মর্মে তাঁরা বুধবার কলকাতা পুরসচিব হরিহরপ্রসাদ মণ্ডলের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। সচিব তাঁদের আশ্বস্ত করেছেন যে সমস্যার কথা তিনি উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন৷
advertisement
advertisement
আরও পড়ুন- অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকে গেল সিবিআই, বন্ধ হয়ে গেল মূল দরজা, তোলপাড় বীরভূম
কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ের ভবন ঘুরে বিক্ষোভ মিছিল সংঘটিত হয় এদিন। বেতন বৈষম্য সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ব্যানার, প্লাকার্ড নিয়ে মিছিল করেন নিরাপত্তা কর্মীরা। দাবিদাওয়াকে কেন্দ্র করে মিছিল শেষে একটি ছোট সভাও করেন। কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ের বিভিন্ন গেট-সহ ১৬টি বরো অফিস ও ওয়ার্ডের বিভিন্ন অফিসে নিরাপত্তারক্ষার কাজ করেন এই কর্মীরা। নিরাপত্তার কাজে যুক্ত সেই নিরাপত্তা কর্মীদেরই অন্য ভূমিকায় দেখলেন সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ই-নিরাপত্তার দাবিতে পুরসভার অন্দরেই বিক্ষোভ নিরাপত্তা কর্মীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement