Kite: আনন্দের ঘুড়ি নিয়ে এল সর্বনাশ! গাছের ডাল ঢুকে গেল ১০ বছরের শিশুর মলদ্বারে, তারপর যা হল

Last Updated:

Kite: গাছ থেকে ঘুড়ি পাড়তে গিয়েই পেটে ঢুকলো ডাল, দশ বছরের বালককে বাঁচাতে কাটা ডাল নিয়েই হাসপাতালে স্থানীয়রা

গাছে আটকানো ঘুড়ি
গাছে আটকানো ঘুড়ি
উত্তর ২৪ পরগনা: ঘুড়ির পিছনে ছুটে, গাছে বেঁধে যাওয়া ঘুড়ি পাড়তে গিয়েই ঘটল চরম বিপত্তি। মলদ্বার দিয়ে ঢুকলো গাছের ডাল, কাঁটা ডাল নিয়েই হাসপাতালে দৌড়লেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে হাবরা জয়গাছি খেলার মাঠ এলাকায়।
জানা যায় বছর দশকের বালক রাজদীপ দাস ঘুড়ি ওড়াচ্ছিল। সেই সময় আকাশ থেকে ভেসে আসা অন্য একটি ঘুড়ি মাঠের পাশের একটি গাছে এসে আটকে পরে। তখন সেই ভোকাট্টা ঘুড়ি পারতে গিয়েই গাছ থেকে পা পিছলে ওই গাছের ডালই তার মলদ্বার দিয়ে ঢুকে পেট ফুঁড়ে বেরিয়ে যায়। ওই অবস্থায় আটকে পড়া বালককে দেখেই ছুটে আসেন স্থানীয় প্রতিবেশীরা।
advertisement
advertisement
গাছের ডালে বিপজ্জনক ভাবে ঝুলে থাকা রাজদীপকে এরপর ডাল কেটে নামিয়ে নিয়ে, যাওয়া হয় হাবরা হাসপাতালে। সেখান চিকিৎসকরা তার পরিস্থিতি বেগতিক দেখে, তৎক্ষণাত বারাসাত মেডিকেল কলেজের স্থানান্তরিত করে। বর্তমানে বারাসাত হাসপাতালে ওই ১০ বছরের বালকের অস্ত্রপচার করা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
আহত বালকের বাবা জানান, ঘটনার সময় তিনি কাজে ছিলেন, হঠাৎই খবর পান ছেলে নাকি গাছের ডালে বেঁধে রয়েছে। দ্রুত ছুটে আসেন তিনি, নিয়ে আসা হয় হাসপাতালে। ছেলের এমন অবস্থাদেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন মা ও। এখন সকলেই চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুক রাজদীপ।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kite: আনন্দের ঘুড়ি নিয়ে এল সর্বনাশ! গাছের ডাল ঢুকে গেল ১০ বছরের শিশুর মলদ্বারে, তারপর যা হল
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement