Howrah News: মাত্র তিনশো টাকা কেজি! কিলো কিলো কম্বল বিক্রি হচ্ছে হাওড়ার বাজারে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
পঞ্জাব থেকে আসা কম্বল বিক্রি হচ্ছে মাছ মাংসের মত কেজি দরে, গত প্রায় ১০ বছর ধরে এই কম্বলের দারুণ চাহিদা জেলায়
হাওড়া: মাছ ও মাংসের মতই মাত্র ৩০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মখমল কম্বল। রঙ-বেরঙের কিলো কিলো কম্বল কিনছে জেলার মানুষ। সকালের ঘন কুয়াশা ডাক দিচ্ছে শীতের আগাম বার্তা। আর শীতের আগমনী বার্তায় ফুটপাতে নানা রঙের বৈচিত্র্যময় কম্বলের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা।শীতের পোশাক বা দ্রব্য মানেই এখন হাওড়া জেলার মানুষের কাছে এই পঞ্জাবের শীতের দ্রব্য | গত প্রায় ১০ বছর হাওড়ার অঙ্কুরহাটি সংলগ্ন স্থানে পসরা বসছে | জেলায় দারুণ চাহিদাও রয়েছে, প্রতি বছর বাড়ছে চাহিদা| ভিন রাজ্য থেকে ব্যবসায়ীরা আসেন প্রায় তিন মাস তারপর আবার পরের বছর শীতের অপেক্ষায় থাকেন |
রাস্তার পাশেই অস্থায়ী দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতা | শীতের সময়ে মাসের পর মাস ধরে রাস্তার পাশেই এভাবে ঘাঁটি গেড়ে বসেছে পঞ্জাব থেকে আসা ব্যবসায়ীরা |মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত থাকেন এই ব্যবসায়ীরা | নানা রঙের আরামদায়ক কম্বল ব্যবহারের চল অনেক আগের থেকেই শুরু হয়েছে |শহরের বিভিন্ন এলাকার রাস্তা পাশেই গড়ে উঠেছে শীতবস্ত্রের দোকান |
advertisement
advertisement
শোরুমের থেকে তাঁদের কাছে বিক্রি হওয়া কম্বলগুলোর দাম তুলনামূলক অনেকটাই কম বলে দাবি বিক্রেতাদের | তাঁদের কাছে যে কম্বল ১৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে পাওয়া যাবে যা শোরুমের থেকে অনেকটা কম দাম বলেই জানান এক বিক্রেতা |গত বছর ২৫০০-৩০০০ পিস কম্বল বিক্রি হলেও এ বছর তার থেকে বেশি তাঁদের বিক্রি হবে বলে আশাবাদী পঞ্জাবের শীত-ব্যবসায়ীরা | কম্বল ছাড়াও এখানে রয়েছে শীতের পোশাক এবং কার্পেট। এখনও শীতের আমেজ কম থাকায় বিক্রেতারা এখনো লাভের মুখ না দেখলেও শীত পড়তেই তাদের বিক্রি বাড়বে বলে আশাবাদী বিক্রেতা |
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 20, 2024 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাত্র তিনশো টাকা কেজি! কিলো কিলো কম্বল বিক্রি হচ্ছে হাওড়ার বাজারে