Kid Rides AC Local By Own Money: এসি লোকালের দরজা খুলে গেল প্ল্যাটফর্মে, স্মার্টভাবে উঠল ১০ বছরের ভিক্ষুক খুদেটি, আরপিএফ নামিয়ে দিতে গেলে টিকিট দেখাল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kid Rides AC Local By Own Money: ভিক্ষার টাকায় দশ বছরের ভবঘুরে শিশু এভাবেই চড়ল এসি লোকাল! হতবাক বামনগাছি স্টেশনের সকলে
উত্তর ২৪ পরগনা: মাত্র দশ বছরের এক ভবঘুরে শিশু প্রতিদিনই বিভিন্ন স্টেশনে ঘুরে বেড়ায়, ভিক্ষা করেই চলে তার দিনযাপন। লোকাল ট্রেনে ওঠা তার নিত্যকার অভ্যাস হলেও একমাত্র এসি লোকাল ট্রেনই ছিল তার ধরাছোঁয়ার বাইরে। বহুদিন ধরেই সেই ট্রেনে ওঠার ইচ্ছা বুকে পুষে রেখেছিল সে। অবশেষে কয়েকদিন ধরে বামনগাছি স্টেশনে দাঁড়ানো বাতানুকূল লোকাল দেখে সেই লালসা আরও বাড়ে।অবশেষে এদিন ভিক্ষা করে জমানো টাকা দিয়েই সে কাটে ৩৫ টাকার টিকিট- যাতে বামনগাছি থেকে মধ্যমগ্রাম পর্যন্ত যেতে পারে সে।
সকাল থেকেই তাকে উৎসাহভরে অপেক্ষা করতে দেখে স্টেশনের যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও কৌতূহলী হয়ে পড়েন। জিজ্ঞাসা করতেই ছেলেটি জানায়, আমি এসি লোকালে উঠব। যদিও এই কথা শুনে অনেকেই তাকে ব্যঙ্গ করে বলেন, তুই উঠলেই নামিয়ে দেবে। কিন্তু কথার উত্তর না দিয়ে ট্রেনের জন্য চুপচাপ অপেক্ষা করতে থাকে ভবঘুরে শিশুটি। অবশেষে এসি লোকাল বামনগাছি স্টেশনে ঢুকতেই দরজা খুললে ওঠে শিশুটি। ময়লা জামা কাপড় পরা ওই ভবঘুরে শিশুটিকে দেখেই দরজায় দাঁড়িয়ে থাকা আরপিএফ কর্মী তাকে আটকে ‘নেমে যেতে’ বলেন।
advertisement
তখনই নিজের পকেট থেকে টিকিট বের করে দেখায় সে। টিকিট দেখে আরপিএফ কর্মীও অবাক। মুহূর্তেই শিশুটিকে স-সম্মানে ভেতরে বসার ব্যবস্থা করে দেন তিনি। এ দৃশ্য দেখে স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকে হতবাক হয়ে যান।
advertisement
কেউ কেউ হাততালি দিয়েও প্রশংসা জানান শিশুটির এমন কান্ডে। যেখানে প্রতিদিনই বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে অনেক যাত্রীকে জরিমানার মুখে পড়তে হয়- সেই জায়গায় দাঁড়িয়ে এক ভবঘুরে শিশুর টিকিট কেটে এসি লোকালে যাত্রা এখন চর্চার বিষয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে তার এই ঘটনার কথা।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 11:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kid Rides AC Local By Own Money: এসি লোকালের দরজা খুলে গেল প্ল্যাটফর্মে, স্মার্টভাবে উঠল ১০ বছরের ভিক্ষুক খুদেটি, আরপিএফ নামিয়ে দিতে গেলে টিকিট দেখাল
