Kid Playing Football: আনন্দ করতে গিয়েছিল শিশুটি, কিন্তু বোঝেনি এটাই ‘শেষ সময়’, গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিল, তারপর হল চরম সর্বনাশ

Last Updated:

Kid Playing Football: ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে মৃত্যু হল তৃতীয় শ্রেনীর এক ছাত্রের।

ফুটবলের একটি গোলপোস্ট
ফুটবলের একটি গোলপোস্ট
নদিয়া: ফুটবল খেলতে গিয়ে গোলপোস্ট ভেঙে মৃত্যু হল তৃতীয় শ্রেনীর এক ছাত্রের। মৃতের নাম বিশাল মণ্ডল। বয়স সাত বছর। বাড়ি মদনপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলেমাঠ এলাকায়। মদনপুর শিকারপুর রামমোহন প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, বরাবরই ফুটবল খেলতে ভালোবাসে বিশাল। প্রতিদিন বিকেল হলেই সহপাঠীদের নিয়ে ফুটবল খেলতে যেত শিশুটি। মঙ্গলবারও গিয়েছিল সে। আর সেটাই কাল হল। কোল খালি হয়ে গেল তার মায়ের!
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেলে এলাকার শিশুরা স্থানীয় মাঠে খেলাধুলা করে। প্রতিদিনের বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে বিশাল খেলতে গিয়েছিল। খেলার সময় হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎই তার গায়ের উপরে ফুটবল খেলার গোল পোস্ট ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ছুটে আসে অন্যান্যরা। জখম শিশুকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জখম শিশুকে মৃত বলে ঘোষণা করে। বিশালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিশালের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার, খেলার সঙ্গী থেকে শুরু করে প্রতিবেশীরা।
advertisement
উল্লেখ্য, বর্তমান স্মার্টফোনের যুগে এমনিতেই বেশিরভাগ ছেলে মেয়েরা মাঠে গিয়ে খেলাধুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাবা মেয়েরাও পড়াশোনার চাপে বিশেষ একটা মাঠে পাঠান না তাদের সন্তানদের। গুটিকয়েক ছেলে মেয়েরাই মাঠে নিয়মিত খেলতে যায়, আর তারই মধ্যে এক শিশুর খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতিতে মাঠে যাওয়ার প্রবণতা শিশুদের মধ্যে আরও কমে যাবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kid Playing Football: আনন্দ করতে গিয়েছিল শিশুটি, কিন্তু বোঝেনি এটাই ‘শেষ সময়’, গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিল, তারপর হল চরম সর্বনাশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement