‘খেলা হবে’ দিবস ঘিরে রাজনৈতিক চর্চা হাওড়া শহর জুড়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
১৬ অগাস্ট যে খেলা শুরু হবে তা শেষ হবে আগামী ২০২৪ সালে | সেখানে ৪২-০ গোলে আবার তৃণমূল জিতবে |
#হাওড়া: এবার অন্য ভূমিকায় তৃণমূলের মন্ত্রী অরূপ রায় | ২০২১ সালে নির্বাচনে হাওড়া জেলায় ১৬ -০ গোলে বিজেপি সহ সমস্ত বিরোধী দলকে পরাস্ত করে এবার খেলার মাঠে স্ট্রাইকারের ভূমিকায় দেখা যাবে অরূপ বাবুকে | ইতিমধ্যেই বিধানসভা ভোটে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দখলে রেখেছেন, এবার দেখার রাজ্যের প্রথম "খেলা হবে দিবসে" ফুটবল পায়ে মাঠে নেমে কি খেলা দেখান তিনি |
১৬ অগাস্ট রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে " খেলা হবে দিবস"৷ সেই উপলক্ষ্যে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ| অরূপ রায় একাদশ বনাম হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন একাদশের | মাঠে দেখা যাবে বেশ কিছু ৭০-৮০ দশকের দিকপাল খেলোয়াড়দের | তাঁর মধ্যে থাকবেন বলরাম দে, অমর গঙ্গোপাধ্যায়, মনোজিৎ দাস, বীরেন দাস সহ একধিক কলকাতা ও ভারত বর্ষের ফুটবল মাঠ কাঁপানো খেলোয়াড়রা আর এই দিকপালদের সঙ্গেই বল পায়ে মাঠে নামবেন মন্ত্রী অরূপ রায়ও | হাওড়া শহর জুড়ে অরূপ বাবুর বল পায়ে দাঁড়িয়ে পোস্টারে ছয়লাপ |
advertisement
এই পোস্টার ও খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দল গুলি | তাদের দাবি ভোটার আগে থেকেই উনি হাওড়া জেলা জুড়ে খেলা শুরু করেছেন | বিরোধী দলের সমর্থকদের বাড়ি বাড়ি হুমকি, এমনকি ভোটার পরে ঘরছাড়া করা সব খেলায় পোক্ত উনি | যিনি মানুষের জীবন নিয়ে খেলা করেন তার আর পবিত্র মাঠে ফুটবলকে কালিমালিক্ত না করলেই পারতেন | এই বিষয়ে অরূপ বাবু কিছু না বললেও খেলার উদ্যোক্তা প্রাক্তন হাওড়ার মেয়র পরিষদ তথা ইন্ডিয়ান ফুটবল এসোসিওয়াশনের সহসভাপতি শ্যামল মিত্র বলেন | আসলে ১৬-০ গোল এখনো হজম হয়নি তাই ভুল বকছে বিরোধীরা | ১৬ অগাস্ট যে খেলা শুরু হবে তা শেষ হবে আগামী ২০২৪ সালে | সেখানে ৪২-০ গোলে আবার তৃণমূল জিতবে |
advertisement
advertisement
Debasish Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2021 3:13 PM IST