‘খেলা হবে’ দিবস ঘিরে রাজনৈতিক চর্চা হাওড়া শহর জুড়ে

Last Updated:

১৬ অগাস্ট যে খেলা শুরু হবে তা শেষ হবে আগামী ২০২৪ সালে | সেখানে ৪২-০ গোলে আবার তৃণমূল জিতবে |

#হাওড়া: এবার অন্য ভূমিকায় তৃণমূলের মন্ত্রী অরূপ রায় | ২০২১ সালে নির্বাচনে হাওড়া জেলায় ১৬ -০ গোলে বিজেপি সহ সমস্ত বিরোধী দলকে পরাস্ত করে এবার খেলার মাঠে স্ট্রাইকারের ভূমিকায় দেখা যাবে অরূপ বাবুকে | ইতিমধ্যেই বিধানসভা ভোটে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দখলে রেখেছেন, এবার দেখার রাজ্যের প্রথম "খেলা হবে দিবসে" ফুটবল পায়ে মাঠে নেমে কি খেলা  দেখান তিনি |
১৬ অগাস্ট রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে " খেলা হবে দিবস"৷ সেই উপলক্ষ্যে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ| অরূপ রায় একাদশ বনাম হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন একাদশের | মাঠে দেখা যাবে বেশ কিছু ৭০-৮০ দশকের দিকপাল খেলোয়াড়দের | তাঁর মধ্যে থাকবেন বলরাম দে, অমর গঙ্গোপাধ্যায়, মনোজিৎ দাস, বীরেন দাস সহ একধিক কলকাতা ও ভারত বর্ষের ফুটবল মাঠ কাঁপানো খেলোয়াড়রা আর এই দিকপালদের সঙ্গেই বল পায়ে মাঠে  নামবেন মন্ত্রী অরূপ রায়ও | হাওড়া শহর জুড়ে অরূপ বাবুর বল পায়ে দাঁড়িয়ে পোস্টারে ছয়লাপ |
advertisement
এই পোস্টার ও খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দল গুলি | তাদের দাবি ভোটার আগে থেকেই উনি হাওড়া জেলা জুড়ে খেলা শুরু করেছেন | বিরোধী দলের সমর্থকদের বাড়ি বাড়ি হুমকি, এমনকি ভোটার পরে ঘরছাড়া করা সব খেলায় পোক্ত উনি | যিনি মানুষের জীবন নিয়ে খেলা করেন তার আর পবিত্র মাঠে ফুটবলকে কালিমালিক্ত না করলেই পারতেন | এই বিষয়ে অরূপ বাবু কিছু না বললেও খেলার উদ্যোক্তা প্রাক্তন হাওড়ার মেয়র পরিষদ তথা ইন্ডিয়ান ফুটবল এসোসিওয়াশনের সহসভাপতি শ্যামল মিত্র বলেন | আসলে ১৬-০ গোল এখনো হজম হয়নি তাই ভুল বকছে বিরোধীরা | ১৬ অগাস্ট যে খেলা শুরু হবে তা শেষ হবে আগামী ২০২৪ সালে | সেখানে ৪২-০ গোলে আবার তৃণমূল জিতবে |
advertisement
advertisement
Debasish Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘খেলা হবে’ দিবস ঘিরে রাজনৈতিক চর্চা হাওড়া শহর জুড়ে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement