IIT Kharagpur : এদেশে প্রথমদিকে কেমন ছিল কম্পিউটার, দেখুন খড়গপুর আইআইটি-র মিউজিয়ামে
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
IIT Kharagpur : খড়গপুর আইআইটিতে এলে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে মিউজিয়াম, দেখা যাবে কম্পিউটারে বিবর্তনের নানা ইতিহাস
রঞ্জন চন্দ, খড়গপুর: প্রযুক্তি বিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়গপুর। জেলার পাশাপাশি ভারতের এবং সারা পৃথিবীর কাছে বিজ্ঞান চর্চার এবং প্রযুক্তিবিদ্যার অন্যতম সেরা প্রতিষ্ঠান এই আইআইটি। এই আইআইটির মধ্যেই রয়েছে নেহরু মিউজিয়াম। মিউজিয়ামের মধ্যেই রয়েছে কম্পিউটারে বিবর্তনের ইতিহাস।
ধীরে ধীরে কম্পিউটার কীভাবে নতুন রূপে সবার মধ্যে এসেছে, তার বর্ণনা রয়েছে খড়গপুর আইআইটির এই মিউজিয়ামে। ১৯৭০ সাল থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত কম্পিউটারের নানা বিবর্তন কাহিনীর রয়েছে। রয়েছে কম্পিউটারে ব্যবহৃত হার্ডডিক্স, স্টোরেজ সহ একাধিক জিনিসপত্র। প্রসঙ্গত খড়গপুর আইআইটির মেন বিল্ডিং-এ রয়েছে এই বিজ্ঞান মিউজিয়াম।
পুরনো দিনের খড়গপুর আইআইটি এবং সারা পৃথিবীর ব্যবহৃত ধরনের কম্পিউটারের ডেমো রয়েছে এখানে। কম্পিউটারের মনিটর সিপিইউ, কিবোর্ড সাজিয়ে রাখা হয়েছে সাধারণ উৎসুক দর্শকদের জন্য। কীভাবে যুগের উন্নতির সঙ্গে বিজ্ঞানের উন্নতি হয়েছে তা তুলে ধরা হয়েছে সকলের সামনে।
advertisement
advertisement
পুরনো দিনের লুপ্ত হয়ে যাওয়া কম্পিউটারের যন্ত্রাংশ রয়েছে এখানে। হয়েছে পুরনো দিনের টাইপ রাইটার, কার্ড পাঞ্চিং মেশিন সহ বিভিন্ন প্রযুক্তির জিনিসপত্র।
অর্থাৎ খড়গপুর আইআইটিতে এলে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে নেহরু মিউজিয়ামের কম্পিউটারে বিবর্তনের ইতিহাস। প্রতিদিনই অফিস টাইমে খোলা থাকে এই মিউজিয়াম। তবে আইআইটির অনুমতি পেলেই দেখা যাবে আইআইটি-র এই বিশেষ মিউজিয়াম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 4:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT Kharagpur : এদেশে প্রথমদিকে কেমন ছিল কম্পিউটার, দেখুন খড়গপুর আইআইটি-র মিউজিয়ামে