Kedarnath in Bankura: দলে দলে মানুষ ভিড় করে ছুটে যাচ্ছেন, বাঁকুড়াতেই এবার কেদারনাথ, পাশেই আবার মোহনবাগান

Last Updated:

Kedarnath in Bankura: বাঁকুড়ায় মোহনবাগান এবং কেদারনাথ! কিভাবে? কোথায়?

+
কেদারনাথ

কেদারনাথ এবং মোহনবাগান

বাঁকুড়া: দেখুন এবার জঙ্গলমহলে যা হল আপনি যদি জানতে পারেন আপনার চোখ কপালে উঠবে। অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী থাকবে জঙ্গলমহলের মানুষ। জানেন এবার কি হয়েছে জঙ্গলমহলে? বাঁকুড়ার জঙ্গলমহলে এবার কেদারনাথ এবং মোহনবাগান। হ্যাঁ যা শুনলেন ঠিকই শুনলেন। জঙ্গলমহলে এবার মোহনবাগান এবং কেদারনাথ তৈরি হয়েছে থিম।
বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলের মানুষের পক্ষে সব সময় কেদারনাথ গিয়ে দর্শন করে আসা সম্ভব হয় না। তাদের জন্য এবার বাঁকুড়া জেলার খাতড়ায় তৈরি হল কেদারনাথ, সরস্বতী পুজোর থিম হিসেবে। শুনলে আরো অবাক হবেন যে এই পুরো থিমটি তৈরি করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলে। খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে তৈরি করেছে কেদারনাথ থিম।
advertisement
advertisement
শুধু যে কেদারনাথ তাই নয়, কেদারনাথ ছাড়াও রয়েছে মোহনবাগান। এবং এই মোহনবাগানও তৈরি হয়েছে সরস্বতী পুজোর থিম হিসেবে। খাতড়ার জীবনপুর স্পোর্টিং ক্লাব এতটাই মোহনবাগান ভক্ত যে ঐতিহ্যবাহী এই ক্লাবকে নিয়ে আস্ত একটা থিমই বানিয়ে ফেলল তারা এই বছর। বিদ্যার দেবীকে আরাধনা করার জন্য শরীরচর্চা অর্থাৎ ফুটবল খেলার থিম যেন এক অনন্য মেলবন্ধন। খাতড়ার মানুষও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, শীতকালের সরস্বতী পুজো।
advertisement
বিদ্যার দেবী সরস্বতী , ডেভিড আরাধনায় মগ্ন গোটা বাঁকুড়া জেলা। এরই মধ্যে বিভিন্ন জায়গায় ফুটে উঠছে নতুনত্ব থিম। যার মধ্যে এবার নজর কেড়েছে খাতড়া মহকুমা। থিম পুজো সঙ্গে ট্রাডিশনাল পুজো সবকিছুই একটা সুন্দর মেলবন্ধন দেখা গেছে বাঁকুড়ার পর্যটন মহকুমায়। যার মধ্যে অন্যতম জঙ্গলমহলের কেদারনাথ এবং মোহনবাগান।
Neelanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kedarnath in Bankura: দলে দলে মানুষ ভিড় করে ছুটে যাচ্ছেন, বাঁকুড়াতেই এবার কেদারনাথ, পাশেই আবার মোহনবাগান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement