Kedarnath in Bankura: দলে দলে মানুষ ভিড় করে ছুটে যাচ্ছেন, বাঁকুড়াতেই এবার কেদারনাথ, পাশেই আবার মোহনবাগান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Kedarnath in Bankura: বাঁকুড়ায় মোহনবাগান এবং কেদারনাথ! কিভাবে? কোথায়?
বাঁকুড়া: দেখুন এবার জঙ্গলমহলে যা হল আপনি যদি জানতে পারেন আপনার চোখ কপালে উঠবে। অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী থাকবে জঙ্গলমহলের মানুষ। জানেন এবার কি হয়েছে জঙ্গলমহলে? বাঁকুড়ার জঙ্গলমহলে এবার কেদারনাথ এবং মোহনবাগান। হ্যাঁ যা শুনলেন ঠিকই শুনলেন। জঙ্গলমহলে এবার মোহনবাগান এবং কেদারনাথ তৈরি হয়েছে থিম।
বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহলের মানুষের পক্ষে সব সময় কেদারনাথ গিয়ে দর্শন করে আসা সম্ভব হয় না। তাদের জন্য এবার বাঁকুড়া জেলার খাতড়ায় তৈরি হল কেদারনাথ, সরস্বতী পুজোর থিম হিসেবে। শুনলে আরো অবাক হবেন যে এই পুরো থিমটি তৈরি করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলে। খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে তৈরি করেছে কেদারনাথ থিম।
advertisement
আরও পড়ুন – Earn Huge Money: শুধু শখ নয়, দেদার রোজগার হতে পারে ফটোগ্রাফি থেকে, কী করে জেনে নিয়ে শুরু করে দিন
advertisement
শুধু যে কেদারনাথ তাই নয়, কেদারনাথ ছাড়াও রয়েছে মোহনবাগান। এবং এই মোহনবাগানও তৈরি হয়েছে সরস্বতী পুজোর থিম হিসেবে। খাতড়ার জীবনপুর স্পোর্টিং ক্লাব এতটাই মোহনবাগান ভক্ত যে ঐতিহ্যবাহী এই ক্লাবকে নিয়ে আস্ত একটা থিমই বানিয়ে ফেলল তারা এই বছর। বিদ্যার দেবীকে আরাধনা করার জন্য শরীরচর্চা অর্থাৎ ফুটবল খেলার থিম যেন এক অনন্য মেলবন্ধন। খাতড়ার মানুষও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে, শীতকালের সরস্বতী পুজো।
advertisement
বিদ্যার দেবী সরস্বতী , ডেভিড আরাধনায় মগ্ন গোটা বাঁকুড়া জেলা। এরই মধ্যে বিভিন্ন জায়গায় ফুটে উঠছে নতুনত্ব থিম। যার মধ্যে এবার নজর কেড়েছে খাতড়া মহকুমা। থিম পুজো সঙ্গে ট্রাডিশনাল পুজো সবকিছুই একটা সুন্দর মেলবন্ধন দেখা গেছে বাঁকুড়ার পর্যটন মহকুমায়। যার মধ্যে অন্যতম জঙ্গলমহলের কেদারনাথ এবং মোহনবাগান।
Neelanjan Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2025 7:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kedarnath in Bankura: দলে দলে মানুষ ভিড় করে ছুটে যাচ্ছেন, বাঁকুড়াতেই এবার কেদারনাথ, পাশেই আবার মোহনবাগান