কৌশিকী অমাবস্যা: মাছ-মাংসে সাজানো হল তারা মায়ের মহাভোগ

Last Updated:

আজ দুপুরে স্পেশ্যাল মহাভোগ রান্না করা হল তারাপীঠের মন্দিরে ৷ পোলাও, ৫ ভাজা, মাছ ছিল সেই ভোগে ৷ পাশাপাশি, তারা মায়ের ভোগে ছিল মিষ্টি ও মাংসও ৷

#তারাপীঠ: আজ রাত থেকেই কৌশিকী অমাবস্যা ৷ বিশেষ এই দিন উপলক্ষ্যে তারাপীঠে নেমেছে ভক্তের ঢল ৷ হাজারে হাজারে পূণ্যার্থীরা জড়ো হয়েছেন মায়ের মন্দিরে ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর ৷ আজ রাত ১.৫২ মিনিট থেকে রবিবার রাত ১১.৪৪ মিনিট পর্যন্ত থাকবে এই অমাবস্যা ৷ আর তাই শনিবার সকাল থেকেই তারাপীঠে শুরু হয়ে গেল বিশেষ পুজো ৷
আজ দুপুরে স্পেশ্যাল মহাভোগ রান্না করা হল তারাপীঠের মন্দিরে ৷ পোলাও, ৫ ভাজা, মাছ ছিল সেই ভোগে ৷ পাশাপাশি, তারা মায়ের ভোগে ছিল মিষ্টি ও মাংসও ৷ আজ সন্ধেয় বিশেষ সাজে সাজানো হবে দেবীমূর্তিকে ৷ তখন আবার মাকে দেওয়া হবে অন্য ভোগ ৷ সেই ভোগের নাম ‘শীতল ভোগ’ ৷ ‘শীতল ভোগ’-এ থাকবে লুচি, সুজি, মিষ্টি ও ফল ৷
advertisement
মায়ের কাছে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে ৷ নিজস্ব চিত্র ৷ মায়ের কাছে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে ৷ নিজস্ব চিত্র ৷
advertisement
মা তারার অপর নাম কৌশিকী। পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ- নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। কথিত আছে, এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই বিশ্বাসেই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় হয় তারাপীঠে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৌশিকী অমাবস্যা: মাছ-মাংসে সাজানো হল তারা মায়ের মহাভোগ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement