বনকাপাসির আরেক নাম শোলাগ্রাম, এই শোলাতেই সেজে ওঠে উমা

Last Updated:

বাঙালির ঘরের মেয়ে উমা। ঘরের মেয়ের শোলার সাজ নজরকাড়া।

#কলকাতা: বাঙালির ঘরের মেয়ে উমা। ঘরের মেয়ের শোলার সাজ নজরকাড়া। পূঃ বর্ধমানের কাটোয়ার বনকাপাসি গ্রামের শোলা শিল্পের চাহিদা ব্যাপক। গ্রামের আরেক নাম তাই শোলাগ্রাম। পুজোর মুখে গ্রাম আঁকছে শোলার টুকরো ছবি।
বনকাপাসির আকাশে কাপাস তুলোর মত সাদা মেঘ। কাটোয়ার শান্ত জনপদ বনকাপাসির আরেক নাম শোলাগ্রাম। আড়াই হাজার মানুষের বেশিরভাগই শোলা শিল্পী। পুজোর মুখে দম ফেলার সময় নেই। প্রতিমার বেনারসি, মুকুট, গলার হার, বাজুবন্ধ, বাহারি পোশাক-সহ হরেকরকমের সোলার কাজ করছেন শিল্পীরা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার পুজোয় শোলাগ্রামের শোলার কাজের চাহিদা ব্যাপক। বনকাপাসির শোলা পৌঁছেছে মুম্বই, অন্ধপ্রদেশ, বিশাখাপত্তনমের দুর্গাপুজোতেও। শিল্পীরা বলছেন, এবার শোলার চাহিদা অনুযায়ী জোগান কম।
advertisement
বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এই গ্রামের শোলা শিল্প পরিচিতি পায়। সেই সময় গ্রামের মহিলারা শোলার কাজে হাত লাগাতেন না। পরে সেসব আগল ভেঙেছে। আগে পুজো উদ্যোক্তারা পছন্দ করতেন সাদা শোলার কাজ। এখন অবশ্য রঙিন শোলার কাজও জনপ্রিয়। শিল্পীদের চিন্তা, কাঁচামালের অভাবে শোলার সাজ কি হারিয়ে যাবে?
advertisement
সাত দশক আগে বনকাপাসি গ্রামের এক মালাকার পরিবার শোলার কাজকে বিশ্বের দরবারে পরিচিতি দেন। শোনা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে ডাকের সাজ আসা বন্ধ হয়েছিল। তখন শোলা কেটে কলকা, চুমকি দিয়ে প্রতিমার সাজ তৈরি হয়। তারপর ক্রমে বনকাপাসি আঁকতে থাকে শোলাগ্রামের ছবি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বনকাপাসির আরেক নাম শোলাগ্রাম, এই শোলাতেই সেজে ওঠে উমা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement