শহর জুড়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো কাটোয়া পুরসভা, ধারাবাহিকভাবে এই অভিযান চলবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Katoa Municipality: পুরসভা নিজেই উদ্যোগী হয়ে সেইসব নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
কাটোয়া : বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো কাটোয়া পুরসভা। বার বার নোটিস দেওয়া সত্ত্বেও কাজ হয়নি। তাই নিজেরাই উদ্যোগী হয়ে পুলিশি প্রহরায় সেসব ভাঙার কাজ শুরু করেছে পুরসভা কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে জানা গেছে, শহরের কোন ওয়ার্ডের কোথায় কোথায় বেআইনি নির্মাণ হয়েছে তার তালিকা আগেই তৈরি করা হয়েছিল। সেইসব এলাকা থেকে জবর দখল বা বেআইনি নির্মাণ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিযুক্তদের নোটিস পাঠানো হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ নির্মাণকারীরা কোনও পদক্ষেপ করেনি। তাই পুরসভা নিজেই উদ্যোগী হয়ে সেইসব নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
কাটোয়া শহরের কাছারি রোডে একটি মার্কেটের কাছে একাধিক বেআইনি নির্মাণ ভেঙেছে পুরসভা। এছাড়া ১৮ নম্বর ওয়ার্ডে প্রায় তিন কাঠা জায়গার ওপর পুরসভার বৈধ অনুমতি ছাড়াই টিনের ছাউনি দেওয়া একটি কারখানা গড়ে উঠেছিল। এছাড়াও তিন কাঠা খাস জায়গার ওপর তিনটি পাকা বাড়ি তৈরি করা হয়েছিল।সেসব পুলিশের সামনেই ভেঙে ফেলে পৌরসভা। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন, পুরসভার অনুমতি না নিয়েই অনেকে বেআইনিভাবে নির্মাণ করেছেন। তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল। তাতে কোন কাজ হয়নি। তাই পুরসভা নিজেদের উদ্যোগ নিয়ে সেসব নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে।
advertisement
আরও পড়ুন : বাড়ি ফেরার ইচ্ছে ছিল কাজের জায়গা থেকে, ১৭ বছর বয়সি কিশোর ফিরল কফিনবন্দি হয়ে
জানা গিয়েছে, বিভিন্ন সময়ে শহরের সব প্রান্তেই অনুমতিহীন নির্মাণ হয়েছে। অভিযোগ, করোনার সময় বা পুরভোটের সময় পুরসভার কোনও রকম অনুমোদন না নিয়েই অনেকে নির্মাণ করেছে। আবার একরকম প্ল্যান দেখিয়ে অন্যরকম নির্মাণ করা হয়েছে। কোথাও কোথাও প্ল্যানের বাইরে প্রচুর নির্মাণ করা হয়েছে। এমনকি খাস জমিতে গোডাউন, কারখানা তৈরি করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন : বিবাহবিচ্ছেদের পর মায়োসাইটিসে আক্রান্ত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, এই বিরল শারীরিক জটিলতা ঠিক কী, আসুন জেনে নিই
এই অভিযোগের প্রেক্ষিতে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, " পুরসভাকে না জানিয়ে বেআইনিভাবে বেশ কিছু নির্মাণ হয়েছিল। সেসব নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আগাম নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। তাই পুরসভা সেগুলি ভাঙার কাজ শুরু করেছে।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 1:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শহর জুড়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো কাটোয়া পুরসভা, ধারাবাহিকভাবে এই অভিযান চলবে