Hooghly News: পোস্টার নিখোঁজ কাঞ্চন! বিধায়ক কী দিলেন প্রতিক্রিয়া

Last Updated:

Hooghly News: শুক্রবার রাত থেকে দেখা যায় উত্তর পাড়ার ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। তবে সেই পোস্টটা কে বা কারা লাগিয়েছে তা জানা যায়নি।

+
title=

হুগলি: “নিখোঁজ উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক, সন্ধান চাই”, এমনই লেখা রয়েছে পোস্টারে। আর তাতে দেওয়া অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের ছবি। এমনই নিখোঁজ পোস্টারে শোরগোল শুরু হয় হুগলির উত্তরপাড়া এলাকায় শুক্রবার রাত থেকে। পুরোটাই চক্রান্ত বলছেন খোদ কাঞ্চন। অন্য দিকে হানিমুন পিরিয়ডের ব্যাখ্যা দিয়ে কটাক্ষ করছে বিরোধী দলের নেতারা।
শুক্রবার রাত থেকে দেখা যায় উত্তর পাড়ার ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। তবে সেই পোস্টটা কে বা কারা লাগিয়েছে তা জানা যায়নি। সেই কারণেই হয়তো পোস্টারে লেখা নেই ঠিক কি কারণে এই পোস্টার লাগানো। সম্প্রতি কিছু মাস আগেও এই একই রকম পোস্টার পড়েছিল কাঞ্চনের নামে। তখনও তার প্রতিক্রিয়া দিয়েছেন কাঞ্চন। এই বারেও তিনি দিলেন তার নিখোঁজ পোষ্টারের প্রতিক্রিয়া।
advertisement
advertisement
নিখোঁজ পোস্টার প্রসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, তিনি সশরীরে উপস্থিত রয়েছেন তার বিধানসভা এলাকায়। নিয়মিতভাবেই তার আসা-যাওয়া। উত্তরপাড়া কোন্নগর এলাকায় তরজা অফিস রয়েছে সেখানে নির্ধারিত সময় মতন উপস্থিত থাকেন বিধায়ক। এমন কী যেই দিন পোস্টটা পড়েছে সেই দিন সকালেও তিনি কোন্নগরে উপস্থিত ছিলেন দেওয়াল লেখার জন্য। কে বা কারা, তার এই পোস্টার ফেলছে তার পেছনে তাদের কী উদ্দেশ্য রয়েছে তা খুবই স্পষ্ট। কেউ ইচ্ছা করে যদি কাউকে দেখতে না চান তাতে বিধায়কের কিছু করার নেই। তবে বিধায়ক হিসেবে তার যা কাজ তিনি তা সম্পূর্ণভাবে করেন।
advertisement
এই বিষয়ে বিজেপির রাজ্য কমিটির মুখপাত্র প্রণয় রায় তিনি জানান, এই পোস্টার দেওয়ার কালচার পুরোটাই তৃণমূলের। তাদের দলের অভ্যন্তরীণ সমস্যা থেকেই এই ধরনের পোস্টার। তিনি আরও বলেন এই সময়টা কাঞ্চনের হানিমুন পিরিয়ড এই সময় তাকে দেখা না যাওয়াটাই খুব স্বাভাবিক।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পোস্টার নিখোঁজ কাঞ্চন! বিধায়ক কী দিলেন প্রতিক্রিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement