Crime: ছিঃ! প্রথম শ্রেণির ছাত্রকে... চন্দননগরের নামী স্কুলের শিক্ষকের বিরুদ্ধে চরম 'অশালীন' কাজের অভিযোগ! এবার মিলল কঠিন শাস্তি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পকসো আইনে প্রধান শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ।
সোমনাথ ঘোষ,চন্দননগর: চন্দননগর কানাইলাল স্কুলের (ইংরেজি বিভাগ) প্রধান শিক্ষককে গ্রেফতার করে চন্দননগর আদালতে পেশ করল পুলিশ। আইনজীবী অর্ণব ভট্টাচাৰ্য বলেন, ‘এই ঘটনায় পকসো আইনে প্রধান শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ। শিক্ষকের মুক্তির দাবিতে থানার সামনে ছাত্র অভিভাবকেরা জড়ো হন। তাঁদের দাবি, প্রধান শিক্ষককে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
কানাইলাল বিদ্যামন্দির স্কুলের প্রথম শ্রেণীর এক ছাত্রকে স্কুল চলাকালীন যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চন্দননগর কর্পোরেশন পরিচালিত এই স্কুলে সোমবার সকালে স্কুলে ক্লাস ওয়ানের দুই ছাত্র নিজেদের মধ্যে মারামারি করছিল। শ্রেণিশিক্ষিকা দুজনকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান। অভিযোগ, প্রধান শিক্ষক এক ছাত্রকে দিয়ে আপত্তিকর কাজ করান। যৌন নির্যাতন করেন। তারপর ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে। ছাত্রটির মা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসেন। ছুটির পর বাড়ি যাওয়ার পথে ছাত্রটি তার মাকে ঘটনার কথা জানায়। এরপরই বিষয়টি অন্য অভিভাবকরা জানতে পারেন। বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার।
advertisement
advertisement
কানাইলাল স্কুলে অভিভাবকদের বিক্ষোভ শুরু হয় উত্তেজনা তৈরি হলে পুলিশ পৌঁছয় স্কুলে। চন্দননগর থানার পুলিশ প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পকসো আইনে প্রধান শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান, কানাইলাল স্কুলে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। একজনই প্রধান শিক্ষক আছেন স্কুলে। তাঁর বিরুদ্ধেই অভিযোগ। ঘটনা যদি সত্যি হয় পুলিশ ব্যবস্থা নিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 8:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: ছিঃ! প্রথম শ্রেণির ছাত্রকে... চন্দননগরের নামী স্কুলের শিক্ষকের বিরুদ্ধে চরম 'অশালীন' কাজের অভিযোগ! এবার মিলল কঠিন শাস্তি