Kamarpukur Tourist Spots: ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানে বেড়াতে আসা দর্শনার্থীদের নজর কাড়ছে এই আনন্দ বিদ্যালয়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
Kamarpukur Tourist Spots: দর্শনার্থীদের ঘুরতে এসে নজর কাড়ছে কামারপুকুরের একটি স্কুল। আমাদের বিদ্যালয় আনন্দ বিদ্যালয়। এই ভাবনাকে আদর্শ করে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে বিদ্যালয়কে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন স্কুলের শিক্ষকেরা
কামারপুকুর: দর্শনার্থীদের ঘুরতে এসে নজর কাড়ছে কামারপুকুরের একটি স্কুল। আমাদের বিদ্যালয় আনন্দ বিদ্যালয়। এই ভাবনাকে আদর্শ করে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে বিদ্যালয়কে। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন স্কুলের শিক্ষকেরা। তবে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা থেকে ছাত্ররা।
সরকারি সাহায্যের বাইরে ও তারাও এগিয়ে এসেছেন। ঠিক এভাবেই সাজিয়ে তোলা হচ্ছে হুগলির শ্রীপুরের দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের দেওয়ালেছবির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়। আর সে গুলির মাধ্যমে আনন্দ সহকারে সঙ্গে পঠন-পাঠন করবে খুদে পড়ুয়ারা। শুধু যে বিদ্যালয় তা নয় পাশাপাশি আগামী দিনেও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থানে আসা পর্যটকেরা দর্শনীয় স্থান হিসেবে গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বুদ্ধিজীবী মহল।
advertisement
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, সমস্ত সহকারী শিক্ষক থেকে অভিভাবকদের সহযোগিতায় বিভিন্ন বিষয়ে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এর ফলে ছোট ছোট পড়ুয়ারা এই ছবি দেখে বুঝতে পারে এবং সহজেই পঠন পাঠন করতে পারে সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনে পৃথিবী অন্যরকম হতে চলেছে। সেই যান্ত্রিক পৃথিবীর মাঝেও একটু বিশুদ্ধ বাতাস আনার জন্যই এই প্রয়াস।
advertisement
advertisement
আরও পড়ুন –
অন্যদিকে উদ্যোক্তারা জানান বিদ্যালয়ের চার দেওয়ালে বিভিন্ন পড়াশোনা বিষয় সহ বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা যায় তাতে করে ছোট ছোট বাচ্চারা পড়াশুনার অনেকটাই আগ্রহ বেড়ে যায় এবং তাদের পাঠদান করতে অনেকটাই সহজ হবে। তাদের আশা যেভাবে বিদ্যালয়টিকে গড়ে তোলা হচ্ছে, তাতে করে কামারপুকুর আশা পর্যটকদেরও নজর কাড়বে বলে মনে করছেন প্রত্যেকেই।
advertisement
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2023 2:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kamarpukur Tourist Spots: ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থানে বেড়াতে আসা দর্শনার্থীদের নজর কাড়ছে এই আনন্দ বিদ্যালয়