Kalyan Banerjee Attacks Mahua Moitra: 'চল্লিশ বছরের সংসার ভেঙে বিয়ে করলেন, আসল নারী বিদ্বেষী কে?' মহুয়াকে পাল্টা আক্রমণ কল্যাণের

Last Updated:

আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কল্যাণের বিতর্কিত মন্তব্যের পর নাম না করে গতকাল তাঁকে 'নারী বিদ্বেষী' বলে আক্রমণ করেছিলেন মহুয়া৷

কল্যাণ-মহুয়া সংঘাত প্রকাশ্যে৷
কল্যাণ-মহুয়া সংঘাত প্রকাশ্যে৷
শ্রীরামপুর: দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে চলে এল দুই তৃণমূল সাংসদের সংঘাত৷ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের কথার লড়াইয়ে আরও অস্বস্তিতে পড়ল শাসক দল৷
আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কল্যাণের বিতর্কিত মন্তব্যের পর নাম না করে গতকাল তাঁকে ‘নারী বিদ্বেষী’ বলে আক্রমণ করেছিলেন মহুয়া৷ এ দিন পাল্টা জবাব দিয়ে মহুয়াকেই নারী বিদ্বেষী বলে কটাক্ষ করেছেন কল্যাণ৷ কয়েকদিন আগে মহুয়ার বিয়ের প্রসঙ্গ তুলে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগও এনেছেন শ্রীরামপুরের সাংসদ৷
দক্ষিণ কলকাতা আইন কলেজের ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের বিতর্কিত মন্তব্যের নিন্দা করে গতকাল বিবৃতি দেয় তৃণমূল কংগ্রেস৷ দলের সেই বিবৃতিকে নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে মহুয়া লেখেন দেশে সব দলের মধ্যেই নারী বিদ্বেষীরা রয়েছেন৷ নারী বিদ্বেষী মন্তব্য করলেও একমাত্র তৃণমূলই নিজেদের দলের নেতাদেরও সমালোচনা করতে ছাড়ে না বলেও দাবি করেন মহুয়া৷ নারী বিদ্বেষী বলে নাম না করে তিনি যে কল্যাণ বন্দ্যোপাধ্যয় এবং মদন মিত্রকেই নিশানা করেছেন, তা স্পষ্ট হয়ে যায়৷
advertisement
advertisement
এ দিন নিজের কেন্দ্র শ্রীরামপুরে দাঁড়িয়েই পাল্টা মহুয়াকে জবাব দেন কল্যাণ৷ শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘উনি দেড় মাসের হনিমুন করে কি ভারতে ফিরেছে? আর দেশে ফিরেই আমার পিছনে লাগা শুরু করেছে৷ মহুয়া বলছে আমি নাকি নারী বিদ্বেষী, তাহলে আপনি কী? ৬৫ বছর বয়সি একজনকে বিয়ে করতে গিয়ে চল্লিশ বছরের সংসার ভেঙেছে, ডিভোর্স করিয়েছে৷ তাহলে মহুয়াও তো একজন মহিলার ক্ষতি করেছে৷ সেই মহিলা এখন কোথায় যাবেন বলুন তো?এই বয়সে এসে একজন নারীর সংসার ভেঙে ৬৫ বছরের পুরুষকে বিয়ে করে আমি তাঁকে কোনও সুস্থ মনস্ক নারী বলে মনে করি না৷ উনিই আসল নারী বিদ্বেষী৷ আমি জানি অনেক মহিলা আমার কথার বিরোধিতা করবেন, কিন্তু ভাবুন তো আপনাদের স্বামীরা যদি বিয়ের তিরিশ বছর পর আপনাদের ছেড়ে চলে যায়?’
advertisement
মহুয়াকে আক্রমণ করে কল্যাণ আরও বলেন, ‘২০১১-র পর এরা দলে এসেছে৷ তৃণমূল কংগ্রেসের ভাল সময়ে এমএলএ হয়েছে, তার পর সাংসদ হয়েছে৷ এখন সেই পদকে ভেঙে খাচ্ছে৷’
কল্যাণের অভিযোগ, দলনেত্রীর নির্দেশের পরেও তাঁকে নদিয়ার কালীগঞ্জে গিয়ে সভা করতে দেননি মহুয়া৷ এমন কি, দলের সিনিয়র নেতারাও কৃষ্ণনগরে গেলে মহুয়া মৈত্র নিজের লোকদের দিয়ে তাঁদের অপমান করান বলে অভিযোগ করেছেন কল্যাণ৷ তাঁর কটাক্ষ, ‘উনি বিদেশে বসে বসেই সব নিয়ন্ত্রণ করছেন৷’
advertisement
মহুয়াকে সবিধেবাদী বলতেও ছাড়েননি কল্যাণ৷ তিনি বলেন, ‘আমি নারীদের জন্য সবথেকে বেশি কথা বলি৷ আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে নিজের সংসদীয় এলাকায় কোনও মহিলা নেত্রীকে উঠতে দেন না৷ উনি একজন লোভী মহিলা৷ অন্যকে নারী বিদ্বেষী বলে আসলে নিজে ফায়দা লুঠতে চায়৷ আমি একজন নারীকেই ঘৃনা করি, তিনি হলেন মহুয়া মৈত্র৷ এরা কবে রাজনীতিতে এসেছে? রাহুল গান্ধির বান্ধবী বলে কৃষ্ণনগরে রাজনীতি করত৷ তার পর ২০১১ সালে তৃণমূলে চলে এল৷’ মহুয়া এবং কল্যাণের মুখে লাগাম পরাতে এবার তৃণমূল শীর্ষ নেতৃত্ব কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalyan Banerjee Attacks Mahua Moitra: 'চল্লিশ বছরের সংসার ভেঙে বিয়ে করলেন, আসল নারী বিদ্বেষী কে?' মহুয়াকে পাল্টা আক্রমণ কল্যাণের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement