Kali Pujo 2024: বিগ বাজেটের ছড়াছড়ি! কোথাও ভৌতিক ট্রেন তো কোথাও আবার মায়াজাল, পশ্চিম বর্ধমানের কালী পুজোর থিমের বহরে টেক্কার খেলা

Last Updated:

পিছিয়ে নেই জেলার মফঃস্বল এলাকাগুলিও। অন্যদিকে পশ্চিম বর্ধমানের একাধিক প্রাচীন পারিবারিক কালীপুজো রয়েছে।

+
জেলার

জেলার কালীপুজোর খণ্ডচিত্র।

পশ্চিম বর্ধমান : আলোর উৎসব দীপাবলি। কালীপুজোর উন্মাদনায় মাতোয়ারা জেলার প্রতিটি প্রান্ত। আসানসোল থেকে দুর্গাপুর, সর্বত্র উৎসবের ছোঁয়া। কালী পুজোতেও থিমের বহর দুটি শহরে। একে অপরের সঙ্গে টেক্কা দেওয়ার খেলা। আলোকসজ্জায় বাজিমাত করার চেষ্টা। সবমিলিয়ে জমজমাট জেলার শ্যামা আরাধনা। পিছিয়ে নেই মফঃস্বল এবং প্রান্তিক এলাকাগুলিও।
দুর্গাপুরে একাধিক বিগ বাজেটের কালীপুজোর আয়োজন করা হয়েছে। বিভিন্ন পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মণ্ডপ। কোথাও হয়েছে ভৌতিক ট্রেন, কোথাও আবার ভূতেদের রাজত্ব। তবে এসব কিছুর মধ্যে দুর্গাপুরের অন্যতম পুরানো আমরা ক’জন ক্লাবের কালীপুজো নজর কাড়ছে। চলতি বছরে তাদের থিম মায়াজাল। কাল্পনিক মায়াজগতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে মন্ডপ। একইসঙ্গে থিমের সামঞ্জস্যপূর্ণ প্রতিমা রয়েছে এখানে।
advertisement
আরও পড়ুন: জেলায় নতুন আতঙ্ক! ইতিমধ্যেই মৃত্যু দুই মহিলার, ভয়ে কাঁটা সকলে! কী হয়েছে জানেন?
অন্যদিকে কালী পুজোতে পিছিয়ে নেই আসানসোলও। খনি শহরেও শ্যামা আরাধনার জন্য করা হয়েছে নানা রকমের আয়োজন। কেউ আলোর খেলায় টেক্কা দেওয়ার চেষ্টা করেছে, কেউ আবার থিমের মন্ডপে। কোনও পুজো উদ্যোক্তারা জোর দিয়েছেন সাবেকি প্রতিমার দিকে। কোথাও আবার তৈরি হয়েছে থিমের প্রতিমা। যদিও আসানসোলে বিশাল আকারের একটি প্রতিমা পুজোর আগেই ভেঙে পড়েছে। যা নিয়ে শহরবাসীর কিছুটা মন খারাপ। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে কালী পুজোর আনন্দে মাতোয়ারা শহরবাসী।
advertisement
advertisement
আরও পড়ুন: বাড়ি থেকেই শুরু করতে পারেন এইসব ব‍্যবসা! কম পুঁজিতেই প্রচুর লাভ
জেলায় যেমন আসানসোল এবং দুর্গাপুরে মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমার অঘোষিত প্রতিযোগিতা চলছে, বিভিন্ন উদ্যোক্তাদের মধ্যে, সেখানে পিছিয়ে নেই জেলার মফঃস্বল এলাকাগুলিও। অন্যদিকে জেলাতে একাধিক প্রাচীন পারিবারিক কালীপুজো রয়েছে। সেখানে অটুট ভক্তির ছবি বিদ্যমান। সবমিলিয়ে জেলায় কালীপুজো জমজমাট। কোথাও রয়েছে নিখাদ ভক্তি, কোথাও আবার রঙিন উৎসবের আনন্দ।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Pujo 2024: বিগ বাজেটের ছড়াছড়ি! কোথাও ভৌতিক ট্রেন তো কোথাও আবার মায়াজাল, পশ্চিম বর্ধমানের কালী পুজোর থিমের বহরে টেক্কার খেলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement