কাটোয়া থেকে বিদেশ যাচ্ছে প্রতিমা! সুমিতের তৈরি শোলার সাজে সেজে উঠবে সুইডেনের কালীমূর্তি! 

Last Updated:

কাটোয়া থেকে সুইডেন! কাটোয়ার যুবকের তৈরি শোলার সাজে সেজে উঠবে সুইডেনের মা কালী!

+
সুমিত

সুমিত সাহা 

বনোয়ারীলাল চৌধুরী, কাটোয়া: কাটোয়া থেকে সুইডেন! কাটোয়ার যুবকের তৈরি শোলার সাজে সেজে উঠবে সুইডেনের মা কালী! কোনও প্রশিক্ষণ নয়, শুধু নিজের চেষ্টা আর ভালোবাসা, তাতেই বাজিমাত করছে পূর্ব বর্ধমানের কাটোয়ার যুবক সুমিত সাহা।কালীপুজোর জন্য এবার সুইডেনে যাবে কাটোয়ার যুবকের তৈরি শোলার সাজ। কাটোয়ার তাঁতিপাড়ার বাসিন্দা সুমিত সাহা। একেবারেই নিজে নিজে শিখে নেওয়া এই শিল্পের জাদুতে আজ যেন তিনি আন্তর্জাতিক মানের শিল্পী। কোনওদিন পরিবারে কেউ শোলা বা প্রতিমার কাজ করেননি।
হাতে ধরে শেখানোরও কেউ ছিল না। কিন্তু ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে কুমোরদের ঠাকুর বানাতে দেখেই কৌতূহল জন্মায় সুমিতের। একদিন নিজেই বানিয়ে ফেলেন একটি ছোট দুর্গামূর্তি। কিন্তু প্রতিমার সাজ দিতে গিয়ে বাধে বিপত্তি। তখনই শুরু শোলার সাজ তৈরি শেখার চেষ্টা একেবারে নিজে নিজেই। এই চেষ্টাই পরবর্তীতে পরিণত হয় শিল্পে। শোলার সাজ তৈরি এখন সুমিতের নখদর্পণে।
advertisement
advertisement
সুমিত এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি এই অর্ডার অনলাইন মাধ্যমেই পেয়েছি। প্রথমে বেশ খানিকটা অবাক হয়েছিলাম। কাটোয়া থেকে আমার সাজ আবার বিদেশ যাচ্ছে এটাতে আমার খুবই ভাল লাগছে। আর সাজটা আমি খুব যত্ন সহকারে বানিয়েছি, সাজ দেখে যেন তাঁরাও খুশি হয়।”
advertisement
২০২২ সালে তাঁর হাতের তৈরি সাজ প্রথমবার পাড়ি দেয় মরিশাসে। তবে এবার যাচ্ছে সুইডেন। শোলার সাজটি আকারে ছোট হলেও, সেটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই মাস। প্রতিটি খুঁটিনাটি তিনি তৈরি করেছেন নিখুঁতভাবে, যেন বিদেশের মাটিতেও মাতৃমূর্তির আভা অটুট থাকে। নিজের শহর কাটোয়া থেকেই আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়া এই যুবক আজ প্রমাণ করে দিয়েছেন স্বপ্ন দেখলে, চেষ্টা করলে, আর মন থেকে করলে কোনও কিছুই অসম্ভব নয়। সুইডেন এবার অপেক্ষা করছে কাটোয়ার মাটির গন্ধ মাখা এক নিখুঁত শোলার সাজের জন্য! আর সেখানেই উজ্জ্বল কাটোয়ার সুমিত সাহার নাম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাটোয়া থেকে বিদেশ যাচ্ছে প্রতিমা! সুমিতের তৈরি শোলার সাজে সেজে উঠবে সুইডেনের কালীমূর্তি! 
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement