কাকদ্বীপে শিশু চিকিৎসককে মারধর, অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে
Last Updated:
#কাকদ্বীপ: আবার ও রাজ্যের চিকিৎসক নিগ্রহ ঘটনা এবার কাকদ্বীপে এক শিশু চিকিৎসককে হেনস্থা এবং মারধর করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে গতকাল বিকেল বেলা চেম্বারে আসার আগে এক রোগীর আত্মীয়রা চিকিৎসক আশিস মণ্ডলকে ঘিরে ধরে । তারপর তাকে টানা-হ্যাঁচড়া করতে থাকে তাকে জুতো নিয়ে মারা হয় বলে অভিযোগ। প্রচুর মানুষ জড়ো হয়ে যায় তারপর সাধারণ মানুষ তাকে উদ্ধার করে একটি চেম্বারে ঢুকিয়ে দেন ঘটনার পর থেকে আতঙ্কিত আছেন ওই চিকিৎসক। আশিস মণ্ডল কাকদ্বীপ মহকুমা হাসপাতালের চিকিৎসক।
পরিবারটির আভিযোগ শ্বাসকষ্ট নিয়ে ওই ডাক্তার দেখানো হয় তাদের শিশুকে পরে ইনজেকশন দেওয়ার সময় বাচ্চার হাতে লেগে যায় হাত ফুলে উঠে এবং যন্ত্রণা শুরু হয়। শিশুটিকে এখন কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। তাদের দাবি ডাক্তার বাবুর চিকিৎসার কোন গাফিলতি রয়েছে । এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই শিশুর পরিবার আক্রান্ত চিকিৎসক এখনও অভিযোগ দায়ের না করলেও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2019 2:35 PM IST