Paschim Medinipur News: ফুটবল, ক্রিকেট নয়! এই খেলার প্রচারেই সারারাত চলল খেলা! হাজির হল ১৬ জেলার দল

Last Updated:

যুবকদের মধ্যে মোবাইলে প্রবণতা বাদ দিয়ে আউটডোর গেমসে মনোযোগ বাড়ানোর জন্য এবং হারিয়ে যাওয়া খেলা থেকে যুব প্রজন্মের কাছে ফিরিয়ে দিতে ক্লাব সংগঠনের এই আয়োজন।

+
কবাডি

কবাডি খেলার আয়োজন

পশ্চিম মেদিনীপুর: এলাকায় বহুল প্রচলন রয়েছে ক্রিকেট কিংবা ফুটবল খেলার। তবে প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে হারিয়ে যাচ্ছে হাডুডু অর্থাৎ কবাডি। যুব প্রজন্ম এই খেলার দিকে আসছে না। এমনকি মোবাইল, ইন্টারনেট যুগে ক্রমশই অবলুপ্তির পথে বিভিন্ন ইনডোর গেমস। এলাকায় সুস্থ সংস্কৃতি বজায় রাখতে এবং কবাডি খেলার গুরুত্ব প্রচারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আয়োজন করা হল নকআউট দিবারাত্র কবাডি প্রতিযোগিতার।
সারা রাজ্যের ১৬ টি জেলার ১৬ টি টিম অংশ নেয় এই কবাডি প্রতিযোগিতায়। বেশ আনন্দ এবং টানটান উত্তেজনার সঙ্গে সম্পন্ন হয় এই প্রতিযোগিতা। মহিলা কবাডি টিম দিয়ে প্রীতি ম্যাচের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয় দিবারাত্র নকআউট কবাডি টুর্নামেন্টের।
গ্রামীণ এলাকায় এককালের বেশ আকর্ষণীয় খেলা ছিল হাডুডু। তবে কালের অগ্রগতিতে এই হাডুডু বা কবাডি ছেলেমেয়েরা খেলতে পছন্দ করেনা। এ জায়গায় বহুলভাবে প্রচলন বেড়েছে ক্রিকেট এবং ফুটবলের। তবে গ্রামীণ এলাকায় কবাডি খেলার গুরুত্ব বোঝাতে প্রো কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়।
advertisement
advertisement
বেলদা থানার দাঁতন ২ ব্লকের সাবড়াতে নিউ ডায়মন্ড ক্লাবের পরিচালনায় আয়োজিত হলেও একদিনের নকআউট দিবারাত্র কবাডি প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার, দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, বিডিও অভিরূপ ভট্টাচার্য-সহ অন্যরা।
২০০৫ সাল থেকে স্থানীয় কয়েকজন যুবকদের নিয়ে শুরু হয় এই ক্লাব। সারা বছর নানা কর্মকাণ্ডের পাশাপাশি গ্রামীণ এলাকা থেকে হারিয়ে যাওয়া কবাডি খেলার নতুন ভাবে পুনরুজ্জীবনের জন্য এই খেলার আয়োজন।
advertisement
ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় ১৬টি জেলার কবাডি দল প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুর থেকে রাত পর্যন্ত চলে এই খেলা।
যুবকদের মধ্যে মোবাইলে প্রবণতা বাদ দিয়ে আউটডোর গেমসে মনোযোগ বাড়ানোর জন্য এবং হারিয়ে যাওয়া খেলা ছাত্রছাত্রী থেকে যুব প্রজন্মের কাছে ফিরিয়ে দিতে ক্লাব সংগঠনের এই আয়োজন। এমন আয়োজনে খুশি সকলে।
advertisement
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: ফুটবল, ক্রিকেট নয়! এই খেলার প্রচারেই সারারাত চলল খেলা! হাজির হল ১৬ জেলার দল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement