#ভাঙড়: জমি রক্ষা কমিটির মিছিল ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। জমি রক্ষা কমিটির মিছিলে হামলার অভিযোগ উঠল আরাবুল ইসলামের বাহিনীর বিরুদ্ধে। মুখে গুলি লেগে মৃত্য হয় এক আন্দোলনকারীর। গুলিবিদ্ধ হন জমি রক্ষা কমিটির আরেক সদস্যও। মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
নির্বাচনের আগে ভাঙড়ে মৃত্যু। ঘটনায় উদ্বিগ্ন রাজ্য নির্বাচন কমিশনার।গতকালই ভাঙড় পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন নির্বাচন কমিশনার। সূত্রের খবর, ভাঙড় নিয়ে ডিজিকে তিন বার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। তারপরও ভাঙড়ে প্রাণহানির ঘটনায় হতাশ কমিশনার। ডিজিকে ফোন করে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কমিশনার। গুলিতে মৃত্যুর ঘটনার পরই ভাঙড়ের নির্বাচনী পর্যবেক্ষক বদল হয়েছে। বর্তমান পর্যবেক্ষক সঞ্জয় দাস পা ভেঙে হাসপাতালে থাকায় তাঁর বদলে ভাঙড়ের পর্যবেক্ষক করা হয়েছে অভিজ্ঞান সাহাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 1 killed, Arabul Islam, Election Commissioner, Panchayat Election 2018, Vangar