এই সেতুতে উঠতে হবে প্রাণ হাতে নিয়ে, এদিক-ওদিক হলেই খেলা শেষ

Last Updated:

কয়েকদিন আগে একটি বাচ্চা ওই রাস্তা দিয়ে পারাপারের সময় হঠাৎ পুকুরে পড়ে যায়।

+
এভাবেই

এভাবেই চলাফেরা।

জয়নগর, দক্ষিণ ২৪ পরগণা,  সুমন সাহা: জয়নগর থানা এলাকার উত্তর দুর্গাপুর পঞ্চায়েতের গাজীপাড়ায় আছে প্রায় ১৫ থেকে ২০ পরিবার। তাদের একমাত্র চলাচলের রাস্তা নেই বললেই চলে। তারা সুপারি গাছের কান্ড দিয়ে তৈরি সাঁকোতে চলাফেরা করছেন। স্থানীয় এলাকার বাসিন্দাদের এই পরিবারগুলিকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে হয়।
কারণ তাদের চলাচলের একটি রাস্তা ছিল পুকুরের পাড় দিয়ে। আর সেই রাস্তা কয়েক দিন আগে ভেঙে তলিয়ে গিয়েছে পুকুরে। বর্তমানে এখন তাঁরা নিজেদের তৈরি সেতু দিয়েই চলাফেরা করছে। আর এই নিয়ে ওই গ্রামে ‘আমার পাড়া, আমার সমাধান’ এই কর্মসূচি নিয়ে জয়নগরের বিধায়কের নির্দেশে এলাকার জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত প্রধান অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এলাকায় যান। সেই সময় ওই এলাকার মানুষজন তাদের কাছে দাবি করেন, এই রাস্তার জন্য আমাদের প্রতিদিন দুর্ভোগের মধ্যে পরতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন : ভোটার নেই, কিন্তু নাম আছে! এক বুথেই ২৬ জন, হদিশ পেতেই শোরগোল এলাকায়
কয়েকদিন আগে একটি বাচ্চা ওই রাস্তা দিয়ে পারাপারের সময় হঠাৎ পুকুরে পড়ে যায়। তৎক্ষণাৎ এলাকাবাসীরা কোনওভাবে ওই বাচ্চাটিকে উদ্ধার করে। আর যার জেরে ওই সমস্ত পরিবারগুলি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যদিও গ্রামবাসীদের সমস্ত কথা শোনার পর তাঁরা আশ্বাস দেন, কয়েকদিনের মধ্যেই এই সাঁকোটি কংক্রিটের করে দেওয়া হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে গ্রামবাসীদের অভিযোগ, শুধু আশ্বাস নয়, এই কাজটা যদি হয় তাহলে আমরা অনেকটাই উপকৃত হব। তাই স্থানীয় বিধায়কের কাছে তাদের দাবি, যদি এই সেতুটি কংক্রিটের করে দেওয়া হয় তাহলে আমরা এই দুর্ভোগ থেকে রেহাই পাব।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই সেতুতে উঠতে হবে প্রাণ হাতে নিয়ে, এদিক-ওদিক হলেই খেলা শেষ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement