Joy Bangla: শুভেন্দুর সামনে সোচ্চারে 'জয় বাংলা' স্লোগান! সেই ঘটনাতেই বিজেপি বিধায়কের বিরাট পদক্ষেপ! তুললেন ভয়াবহ অভিযোগ!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Joy Bangla: গত বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান তুলেছিলেন মইদুল।
খানাকুল: বাংলার রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই স্লোগানকে বাংলাদেশের বলে উল্লেখ করে সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। শুভেন্দুর দাবি, ‘জয় বাংলা’ ভারতের স্লোগান নয়, এটি বাংলাদেশের। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না।” এদিকে ‘জয় বাংলা’ স্লোগান তুলে রাতারাতি ‘সেলিব্রিটি‘ হয়ে উঠেছেন খানাকুল হেলান মুন্সীপাড়ার তৃণমূল সমর্থক মইদুল মুন্সী।
advertisement
উল্লেখ্য, গত বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান তুলেছিলেন মইদুল। তা শুনে শুভেন্দু ব্যাপক চটে যান। গাড়ি থেকে নেমে এসে মইদুলের কাছে ‘জয় বাংলা’ বলার জন্য কৈফিয়ত চান। পাশাপাশি মইদুলকে ‘জয় শ্রীরাম‘ বলতে বলেন। কিন্তু মইদুল পুনরায় ‘জয় বাংলা’ বললে তাকে ‘রোহিঙ্গা‘ বলে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের আগেই বিজেপিতে বিরাট ভাঙন, তৃণমূলে বড় যোগদান! যে আসন নিয়ে আশা বিজেপির, সেখানেই ভাঙল দল
এরই মধ্যে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ অভিযোগ করেছেন, খানাকুলের হেলান এলাকায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল ইট। তবে সেই ইট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই গাড়ি থেকে নেমে আসেন শুভেন্দু অধিকারী। সুশান্ত ঘোষ এই ঘটনায় খানাকুল থানায় অভিযোগও জানিয়েছেন। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
advertisement
যদিও শনিবার বিকেলে সেই দলীয় কর্মীর বাড়ি গিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। খানাকুলের বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করতে গিয়েছিলেন ফিরহাদ। সেই মিটিং শেষ করেই তিনি যান মইদুলের বাড়িতে।
হেলান বাসস্ট্যান্ডের মতো জনবহুল জায়গায় ঘটা এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। রাতারাতি তৃণমূল নেতৃত্বের নজরে পড়েন মইদুল। শনিবার হঠাৎ করেই ফিরহাদ হাকিম তার বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে তিনি বলেন, “আমরা ‘জয় বাংলা’ বলব, তাতে যদি প্রাণ যায় যাবে। মোদি, যোগী বা অমিত শাহ মারলে মারুক।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 4:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joy Bangla: শুভেন্দুর সামনে সোচ্চারে 'জয় বাংলা' স্লোগান! সেই ঘটনাতেই বিজেপি বিধায়কের বিরাট পদক্ষেপ! তুললেন ভয়াবহ অভিযোগ!