Job: তাস খেলে জিতলেই সরকারি চাকরি নিশ্চিত! 'নেশা' এবার হয়ে উঠবে বিরাট পেশা! কীভাবে সম্ভব জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Job: বর্তমানে তাস খেলার মাধ্যমে স্বনির্ভরতা বা কর্মসংস্থান তৈরি করা যেতে পারে! বর্তমানে সময়ে তাস খেলে বাড়ছে সরকারি চাকরির সুযোগও...
হাওড়া: তাস খেলে হওয়া যেতে পারে স্বনির্ভর। আগে বলত, ‘তাস-দাবা-পাশা, তিন কর্মনাশা।’ এখন কিন্তু ব্যাপারটা হয়ে গিয়েছে, ‘তাস-দাবা-পাশা, কর্মের আশা।’ তাস খেলোয়াড়দের জন্য সরকারি চাকরির সুযোগ রয়েছে। কিছুক্ষেত্রে, বিশেষত রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে এই খেলাধুলার মাধ্যমে পদক অর্জন করলে সরকারি চাকরি নিশ্চিত করা হয়।
রাজ্য সরকারের বিভিন্ন দফতরেও চাকরির সুযোগ থাকে, যেখানে নির্দিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। এই বিষয়ে শুনে নেব এশিয়ান গেমসে ব্রিজে সোনাজয়ী শিবনাথ দে সরকারের থেকে। সরকার-ভিত্তিক বিভিন্ন সংস্থা এবং পাবলিক সেক্টর অফ পাবলিক সেক্টর শারীরিকভাবে সুস্থ প্রার্থীদের নির্বাচনের জন্য বিভিন্ন সময়ে ক্রীড়া কোটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। দেশে ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত ও উৎসাহিত করার জন্য সরকার এই বিশেষ বিধানগুলি তৈরি করেছে।
advertisement
আরও পড়ুনঃ হেঁসেলের ২ সবজি সাপের মহাশত্রু…! ব্যবহার করুন ‘এই’ বিশেষ উপায়ে, বিষাক্ত সাপ-পোকামাকড় বাড়ির ত্রিসীমানায় আসবে না
বর্তমানে ক্রিকেটার, ফুটবলার, জিমন্যাস্টিকসদের পাশাপাশি বর্তমানে ন্যাশনাল স্তরে, রাজ্য স্তরে ব্রিজ খেলোয়াড়দের পাশাপাশি তাস খেলোয়াড়দের জন্যও রয়েছে কর্মসংস্থানের সুযোগ। রাজ্য, জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে তাস খেলার প্রার্থীদের নিয়োগ করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তোলপাড় ঝড়বৃষ্টি, তুমুল বাজে ফালাফালা আকাশ! কিছুক্ষণেই কলকাতায় ধেয়ে আসছে কালবৈশাখী? ঘূর্ণাবর্ত, সক্রিয় অক্ষরেখার অশনিসঙ্কেত
পুরুষ এবং মহিলা উভয় তাস খেলোয়াড় ক্রীড়া কোটার সরকারি চাকরির জন্য আবেদন করতে পারেন। আর এই ক্রীড়া কোটার মাধ্যমে সরকারি চাকরি একটি দেশের ক্রীড়া তরুণ প্রতিভাদের লালন ও সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি ক্রীড়াবিদদের জন্য একটি স্থিতিশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ ক্যারিয়ারের পথ তৈরি করে,যা তাদের ক্রীড়া এবং সমাজ উভয় ক্ষেত্রেই অবদান রাখার সুযোগ করে দেয়।
advertisement
শিবনাথ দে সরকারের আশা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাস খেলে চাকরি পাচ্ছে। বিগত কয়েক বছরে পরিস্থিতি অনেক বদলেছে। বর্তমানে তাস খেলার ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2025 6:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job: তাস খেলে জিতলেই সরকারি চাকরি নিশ্চিত! 'নেশা' এবার হয়ে উঠবে বিরাট পেশা! কীভাবে সম্ভব জানুন