Jhargram News: রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান! মোট ১৩ মেডেল নিয়ে নজির গড়ল ঝাড়গ্রাম
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Jhargram News: নদিয়ায় অনুষ্ঠিত রাজ্যস্তরীয় যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান করে ঝাড়গ্রামের একজন প্রতিযোগী। প্রথম স্থান সহ মোট ১৩ টি স্থান দখল করেছে ঝাড়গ্রামের প্রতিযোগীরা।
ঝাড়গ্রাম: খেলাধুলার পাশাপাশি যোগাসনও এখন এক ধাপ এগিয়ে ঝাড়গ্রাম। রাজ্যস্তরে যোগাসন প্রতিযোগিতায় নজির গড়ল এই জেলা। ইন্ডিয়ান যোগা ফেডারেশনের উদ্যোগে নদিয়া জেলায় অনুষ্ঠিত হয় রাজ্যস্তরীয় যোগাসন প্রতিযোগিতা। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের মাধ্যমে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া , গোপীবল্লভপুর, কুলটিকরী, বেলপাহাড়ি, শিলদা ,ঝাড়গ্রাম শহর সহ বিভিন্ন জায়গা থেকে ৮ থেকে ৮০ বছরের মধ্যে ৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আটিস্টিক যোগায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে ঝাড়গ্রামের শর্মিষ্ঠা দত্ত।
এছাড়াও রিডিমিক যোগা ও আটিস্টিক যোগায় দ্বিতীয় ,তৃতীয়, চতুর্থ সহ একাধিক স্থান অধিকার সহ মোট ১৩টি স্থান দখল করে ঝাড়গ্রামের প্রতিযোগীরা। ঝাড়গ্রাম রেলস্টেশনে পৌঁছতেই তাদের সংবর্ধনা জানানো হয় জঙ্গলমহল সমন্বয় কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, জঙ্গলমহল সমন্বয় কমিটির পক্ষ থেকে নবু গোয়ালা, গনেশ পাল, তমাল চক্রবর্তী, অসিত দণ্ডপাট, প্রশান্ত আচার্য সহ অন্যান্যরা।
advertisement
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিনের সম্পাদক সুকোমল চন্দ্র ওরফে টন দা বলেন ,”নদিয়ায় অনুষ্ঠিত রাজ্যস্তরীয় যোগাসন প্রতিযোগিতায় আমাদের ঝাড়গ্রাম জেলা থেকে ৫২ জন ৮ থেকে ৮০ বছরের মধ্যে প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম স্থান সহ আমরা মোট ১৩ টি পদক জয় লাভ করেছি। যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তারা জাতীয় স্তরে খেলতে যাবে। ঝাড়গ্রাম অন্যান্য খেলার পাশাপাশি যোগাসনেও যথেষ্ট এগিয়ে রয়েছে। মানুষ নিজেকে সুস্থ রাখতে আরও যোগাসনের দিকে আগ্রহ বাড়াবে”।
advertisement
advertisement
আরও পড়ুনঃ General Knowledge: যৌন সম্পর্কে লিপ্ত না হয়েই মা হতে পারে কোন প্রাণী? উত্তর অজানা ৯৯ শতাংশের
ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন,”এটা ঝাড়গ্রামের কাছে অত্যন্ত গর্বের বিষয়। রাজ্যস্তরীয় যোগাসন প্রতিযোগিতায় তারা ঝাড়গ্রামের নাম উজ্জ্বল করে এসেছে”। ঝাড়গ্রামের ছেলেমেয়েরা কোন অংশে পিছিয়ে নেই তা আরও একবার প্রমাণ করে দিল রাজ্যস্তরীয় যোগাসন প্রতিযোগিতায়। যোগাসন প্রতিযোগিতায় এই সাফল্যে খুশি গোটা জেলা।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান! মোট ১৩ মেডেল নিয়ে নজির গড়ল ঝাড়গ্রাম